ঘরে ফিরে এলাম। আর এটাই হল গিয়ে দিল্লির বর্তমান আবহাওয়া। যেটা নিয়ে আমার আগের কলমগুলোর একটায় আমি আলোচনাও করেছিলাম। আবহাওয়ার পট পরিবর্তনের আমেজ নেওয়ার জন্য দিল্লিতে আপনার একবার আসা উচিতই। সেইসঙ্গে ফর্মুলা ওয়ানের আঁচটাও একবার চেখে দেখা উচিত। এর একটা আলাদা উত্তেজনা আছে। তবে আমি ওই দিন বুদ্ধ সার্কিটে থাকতে পারব না। কারণ, আমি আর আমার স্ত্রী ঠিক করেছি আমাদের প্রথম বিবাহবার্ষিকীটা একেবারে নিখাদ বাড়িতেই সেলিব্রেট করব। যদিও আমি আপ্রাণ চেষ্টা করব আমার স্ত্রীকে রেসিং ট্র্যাকে নিয়ে যাওয়ার। তার জন্য আমাকে শুভেচ্ছা জানান।
গতকাল একটা প্রচারমূলক অনুষ্ঠানে মার্ক ওয়েবারের সঙ্গে দেখা হল। একটা দারুণ মানুষকে জানলাম। ছেলেবেলায় ও আর ব্র্যাড হাডিন একসঙ্গে খেলত। কিন্তু পরে সৌভাগ্যক্রমে ক্রিকেট ছেড়ে ফর্মুলা ওয়ানে চলে যায়। তবে আমরা দু’জন শুধু অস্ট্রেলিয়ায় ওর ক্রিকেটের স্মৃতি আর একটা সত্যিকারের জোরালো করমর্দন করা ছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে গল্পগাছা করেছি। ওকে জিজ্ঞেস করলাম রেসের জন্য ও কী ভাবে তৈরি হয়। বুদ্ধি করে জবাবটা ও এড়িয়ে গেল। আসলে আমারই বোঝা উচিত ছিল, ও এক জন অস্ট্রেলীয় এবং এ সব জিনিস ফাঁস করার বান্দা নয়। শুধু কয়েকটা কাজের কথা বলল।
মার্ক বলল, মাঝেমধ্যে অভিজ্ঞতা ভাল করার বদলে খারাপ করে। ওর মতে, অভিজ্ঞতা ব্যাপারটা কখনওসখনও নিজের কাঁধের ওপর একটা বাঁদর বসে থাকার মতো, যে বাঁদরটা আপনার কানে সারাক্ষণ গুজগুজ করে চলেছে। এবং সেক্ষেত্রে আপনি গতি আর ছন্দের সঙ্গে-সঙ্গে ভেসে চলার পরিবর্তে অন্য রকম কিছু করতে চাইবেন। আমি অবশ্য ঠিক নিশ্চিত নই। আমি মনে করি অভিজ্ঞতা ব্যাপারটা হল একটা হ্যান্ডবুক-এর মতো। বিভিন্ন মুহূর্তে যেটার থেকে সাহায্য নেওয়া যায়। তবে আমি ওর অন্য ভাবনাটার সঙ্গে একমত। ও সব কিছু সহজ ভাবে করার চেষ্টার দিকে গুরুত্ব দিল। মার্ক বলছিল, ওর কোচ ওকে বলেছে যে, যেটা ও সব সময় করে এসেছে সেটাই সব সময় করতে। কারণ সেটাই ওকে সফল হওয়ার সেরা সুযোগ দেবে।
আর একটা খেলায় আমার প্রচণ্ড প্যাশন হকি। ইন্ডিয়ান হকি লিগ প্রায় এসে পড়ল। যেটার দিকে আমি খুব আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি। এবং ওই টুর্নামেন্টে আমি যে ধ্যানচাঁদ স্টেডিয়ামে বসে দিল্লি টিমকে সমর্থন করব, সেটা আবিষ্কার করার জন্য কোনও পুরস্কার নেই। আশা করি, দিল্লি হকি টিমের মালিকরা দলটার একটা আগ্রাসী নাম দেবে। হকির যেটা আমার সবচেয়ে ভাল লাগে, সেটা হল খেলাটার গতি। ৭০ মিনিটব্যাপী স্কিল আর এনার্জিটাও দারুণ রোমাঞ্চের। জানেন কি, বিশ্বকাপ হকির সময় আমি অন্তত একটা ম্যাচ দেখার সত্যিই খুব চেষ্টা করেছিলাম? কিন্তু যে কারণেই হোক সেটা ফলপ্রসূ হয়নি। দেখা যাক, এ বার আমার সেই আশা গ্রাহ্য হয় কি না! |