|
|
|
|
খুনের দিন মুম্বইয়ের মডেলের ফোনে ১০০ মিসড কল |
সংবাদসংস্থা • মুম্বই |
খুন হওয়ার দিন মোবাইলে এসেছিল মোট দু’শোটি মেসেজ এবং একশোটি মিসড কল। সোমবার রাতে আন্ধেরির অ্যাপার্টমেন্টে খুন হন মুম্বইয়ের মডেল ও অভিনেত্রী বিদুষী দাশ বর্দে। তাঁর মোবাইল ফোন খতিয়ে দেখে মিসড কল আর মেসেজের বিষয়ে জানতে পারেছেন তদন্তকারীরা।
বিদুষী দাশ বর্দে |
এই ঘটনায় তাঁর স্বামী কেদার বর্দেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেদার জানিয়েছেন সোমবার সকাল আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর সকাল সাড়ে ন’টা নাগাদ স্ত্রীকে ফোন করেন। কিন্তু বিদুষী সেই ফোন তোলেননি। আর এক প্রতিবেশীর বয়ান থেকে জানা গিয়েছে, সোমবার ঠিক ওই সময়েই তিনি অপরিচিত এক ব্যক্তিকে বিদুষীর অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসতে দেখেছিলেন। কেদার বাড়ি ফিরে আসেন রাত ন’টায়। তিনিই বিদুষীর দেহ প্রথম দেখতে পান।
মাত্র ২৩ বছরের এই মডেল আদতে ওড়িশার মেয়ে। বড় হয়েছেন চেন্নাইয়ে। সেখানে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ হয়েছিলেন। পরে শুরু করেন অভিনয়ও।
প্রাথমিক ভাবে পুলিশের মনে হয়েছিল, দুর্ঘটনায় বিদুষীর মৃত্যু হয়েছে। কাচ ঢুকে গিয়ে তাঁর শরীরে গুরুতর আঘাত ছিল। যা থেকে ভাবা হয়েছিল বিদুষী ডায়াবিটিস সংক্রান্ত জটিলতা থেকে মাথা ঘুরে কাচের শোকেসের উপরে পড়ে যান। তবে ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দুর্ঘটনায় বিদুষীর মৃত্যু হয়নি। তাঁকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। খুনি অপরিচিত কেউ নয়। কারণ ঘরে ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই। তা ছাড়া, কোনও মূল্যবান কোনও জিনিসও খোয়া যায়নি। ধারালো অস্ত্র দিয়ে বিদুষীর ঘাড়ে ও চিবুকে আঘাত করা হয়েছে।
পুলিশ এখন ওই অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। জেরা করা হচ্ছে বিল্ডিংয়ের রক্ষীদেরও। সোমবার বিদুষীর মোবাইলে যাঁরা ফোন করেছিলেন, যোগাযোগ করা হচ্ছে সেই সব ব্যক্তির সঙ্গেও। বিদুষীর স্বামীর বয়ানে অসঙ্গতি মিলেছে। তাই তাঁকেও ফের জেরা করা হবে। |
|
|
|
|
|