টুকরো খবর
বেতিয়ায় তল্লাশি চালিয়ে উদ্ধার অস্ত্র, ধৃত ৫
একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১১টি পিস্তল এবং ১টি কার্বাইন উদ্ধার করল পুলিশ। কাল রাতে বেতিয়া শহরের নয়াবাজার এলাকা থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, দীনেশ কুশওয়া নামে এক ব্যক্তি নয়া বাজারে কয়েকদিন আগে একটি বাড়ি ভাড়া নেয়। সেখানে তার সঙ্গে আরও চারজন থাকতে শুরু করে। এদের মধ্যে অভিষেক রাই নামে এক ব্যক্তি বেতিয়া শহরেরই বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় ১১টি পিস্তল। ধরা পড়ে দীনেশ। তাকে জেরা করে পুলিশ খোঁজ পায় অভিষেকের। তার কাছ থেকে উদ্ধার হয় একটি কার্বাইন। এরপর নমনীত তিওয়ারি-সহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার সুনীল নায়েক জানান, “মুঙ্গের থেকে এই সব অস্ত্র আনা হয়েছিল। অভিষেক তোলা আদায়ের কাজে কার্বাইনটি ব্যবহার করত।”

ভাড়াটের গুলিতে জখম বাড়িওয়ালা
ভাড়াটের কাছে বকেয়া ভাড়া চাইতে এসে বাড়ির মালিক ও তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, কাল দুপুরে মুজফফ্পুরের আইয়াপুর থানার বড় জগন্নাথ এলাকায়। আসলে ভাড়াটে যে পুলিশ! পুলিশ জানিয়েছে, বিনোদ প্রসাদ সিংহ নামে রেল পুলিশের এক এসআই একটি বাড়িতে পাঁচ বছর ধরে ভাড়া আছে। বাড়ির মালিক অবধেশ কুমার সিংহ। গত ছ’মাসের বাড়ি ভাড়া বকেয়া পড়ে যাওয়ায় কাল দুপুরে বাড়ির মালিক অবধেশ কুমার ভাড়া চাইতে গেলে ভাড়াটে বিনোদ তাঁকে মারতে শুরু করে। অবধেশের ছেলে পঙ্কজ বাবাকে বাঁচাতে যায়। এরপরেই রেল পুলিশের ওই অফিসার তার সার্ভিস রিভলভারটি বের করে বাবা ও ছেলেকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বিনোদ প্রসাদকে গ্রেফতার করেছে।

বিসর্জন স্থগিত
আলোকশিল্পীকে দুষ্কৃতীরা কোপানোয় বিসর্জন স্থগিত রাখল পুজো কমিটিগুলি। নবমীর দিন রাতে ধুবুরির ঘোষপাড়া পুজো মণ্ডপে ওই ঘটনায় বুধবার শহরের পুজোগুলি প্রতিমা বিসর্জন দেয়নি। তারা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানায়। তা নিয়ে ওই দিন সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছিল। শহরের মোট ৮২ টি পুজো হয়। অধিকাংশ পুজো কমিটিগুলির লোকজন প্রতিবাদে সোচ্চার হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হয়। শূন্যে ১০ রাউন্ড গুলিও ছুঁড়তে হয়েছে।

দুর্নীতি নিয়ে ফের বিজেপি ও বীরভদ্র তরজা
দুর্নীতির অভিযোগ নিয়ে বীরভদ্র সিংহের বিরুদ্ধে ফের তোপ দাগল বিজেপি। হিমাচলপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বীরভদ্র। তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতি-তাস পুরোপুরি খেলতে চাইছে বিজেপি।কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী থাকার সময়ে ইস্পাত ইন্ডাস্ট্রিজ নামে সংস্থার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জেটলির দাবি, ওই টাকা আনন্দ চৌহান নামে শিমলার বিমার দালালের হাতে এসেছিল। তিনি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা রাখেন। পরে তা দিয়েই বীরভদ্রের পরিবারের জন্য বিপুল অঙ্কের বিমা পলিসি কেনা হয়। জেটলির মতে, বিষয়টি তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা উচিত। হিমাচলপ্রদেশে এখন ভোটের বাজার গরম। শিমলার সভায় দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন সনিয়া। তাঁর মঞ্চে হাজির ছিলেন বীরভদ্র। জেটলির কটাক্ষ, “মঞ্চে কারা ছিলেন তা সনিয়া গাঁধীর মনে রাখা উচিত ছিল।” বিজেপি-র অভিযোগের জবাব দিয়েছেন বীরভদ্রও। মামলার হুমকি দিয়েছেন তিনি। দুর্নীতি নিয়ে ক্রমাগত অভিযোগে সংবাদমাধ্যমের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন সম্প্রতি। পরে অবশ্য ক্ষমা চান তিনি। বীরভদ্রের দাবি, তাঁর চরিত্র হননের চেষ্টা চলছে। বিজেপি এখন হতাশ। এই ধরনের প্রচার তারই প্রকাশ।

গ্রেনেড হানায় হত যুবক
শান্ত হয়ে আসা চিরাং জেলায় দশমীর রাতে ফের অঘটন। গ্রেনেড হানায় মারা গেলেন ১ জন। জখম ৩। ঘটনাটি ঘটেছে বাসুগাঁও এলাকায়। পুলিশ জানায়, কাল রাতে, রেললাইনের পাশেই দুটি গ্রেনেড ছোঁড়া হয়েছিল। একটি ফাটে। অন্যটি পরে না ফাটা অবস্থায় উদ্ধার করা হয়। জখম অবস্থায় চার ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মারা যান প্রেমকুমার সরকার (২০)। জখম সুখেন ভৌমিক, ধনঞ্জয় মণ্ডল ও আবদুল মতলেব মিঞার চিকিৎসা চলছে। আজ, প্রেমকুমারের মৃতদেহ নিয়ে বাঙালি যুব ছাত্র ফেডারেশন মিছিল বের করে। পরিবহন মন্ত্রী চন্দন ব্রহ্ম ঘটনাস্থলে এসে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। নিহতের পরিবারকে অসম সরকার ৩ লক্ষ ও বিটিসি প্রশাসন ১ লক্ষ টাকা দেবে।

বিমান অপহরণের নাটক, দোষী সাব্যস্ত যাত্রী
বিমান অপহরণের নাটক করার অভিযোগে জিতেন্দ্র মোহল্লা নামে এক যাত্রীকে দোষী সাব্যস্ত করল দিল্লির এক আদালত। তার যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করা হয়েছে। ২০০৯ সালে গোয়া থেকে দিল্লি যাওয়ার বিমানে নাটকটি করে সে ও আরও দুই যাত্রী। তাদের সঙ্গে অস্ত্রও ছিল বলে জানা যায়। কর্মীরা বিমান অপহরণ সতর্কতা জারি করেন। দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন বিমানচালক। তৎপর হয়ে ওঠেন নিরাপত্তা রক্ষীরা। অবতরণের বেশ কয়েক ঘণ্টা পরে মোহল্লা জানায় সে নাটক করছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার কোচিগামী এক বিমানে এই রকমই কাণ্ড ঘটায় কিছু লোক।

চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ
জি নিউজ চ্যানেলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলেন শিল্পপতি ও কংগ্রেস সাংসদ নবীন জিন্দল। তাঁর দাবি, ১০০ কোটি টাকার বিজ্ঞাপন না দিলে জিন্দল পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেডের (জেএসপিএল) বিরুদ্ধে খবর প্রচারের হুমকি দিয়েছিল ওই চ্যানেল। অভিযোগ অস্বীকার করেছে জি নিউজ। নিজের অভিযোগের সপক্ষে একটি ভিডিও টেপ প্রকাশ করেছেন জিন্দল। তাঁর দাবি, জি নিউজের প্রধান সুধীর চৌধুরি ও জি বিজনেসের প্রধান সমীর অহলুওয়ালিয়া জেএসপিএল কর্তাদের এই ‘প্রস্তাব’ দিয়েছিলেন। জি নিউজের দাবি, জিন্দলই তাদের ‘ঘুষ’ দিতে চেয়েছিল।

গাঁধীকে ‘জাতির জনক’ উপাধি নয়
মোহনদাস কর্মচন্দ গাঁধীকে ‘জাতির জনক’ উপাধি দিতে পারে না সরকার, জানাল স্বরাষ্ট্র দফতর। সংবিধান অনুযায়ী, একমাত্র শিক্ষা ও প্রতিরক্ষা ক্ষেত্রেই উপাধি দিতে পারে সরকার। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গাঁধীকে ‘জাতির জনক’ উপাধি দেওয়ার আর্জি জানিয়েছিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে। তারই উত্তরে এই কথা জানিয়েছে স্বরাষ্ট্র দফতর।

ফাসি মহম্মদ
সোমবার সৌদি আরব থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে ফাসি মহম্মদকে। পাঁচ মাস ধরে সেখানে বন্দি ছিল সে। গত কয়েক বছরের বিভিন্ন জঙ্গি হামলায় তার কতটা ভূমিকা ছিল, সে বিষয়ে তদন্ত চালাবে পুলিশ।

বিসর্জনে মৃত্যু
দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে ডুবে মারা গিয়েছে ৪ যুবক। মধ্যপ্রদেশের খেরা শ্যামপুর গ্রামের কাছে সিন্ধ নদীতে তলিয়ে যায় তারা। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। নদীতে অবৈধ বালি খননের জন্যই এই দুর্ঘটনা বলে অভিযোগ করেন স্থানীয় বিধায়ক গোবিন্দ সিংহ।

দুর্ঘটনায় মৃত্যু
মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে বাবা ও তাঁর দু’বছরের মেয়েও ছিল। শিবরাজপুর এলাকায় রেললাইনের ধারে রামলীলা দেখছিলেন তাঁরা। পুলিশ জানায়, বাজির আওয়াজে ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

আত্মঘাতী ছাত্র
হস্টেলের ঘরে আত্মহত্যা করেছে মহাত্মা গাঁধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের এক ছাত্র। নাম রবি পিপ্পল। প্রেমে ব্যর্থ হয়েই সে আত্মঘাতী হয় বলে অনুমান পুলিশের।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.