শিক্ষিকার মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসকের গ্রেফতার সহ প্রশাসনিক গাফিলতির অভিযোগে শুক্রবার কালনা মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল শহরের অম্বিকা কালনা মহিষমর্দিনী উচ্চবিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের দাবি, প্রশাসনিক গাফিলতিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়নি। স্মারকলিপি নেন ডেপুটি ম্যাজিস্ট্রেট চিরন্তন প্রামাণিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন তিনি। সম্প্রতি ওই স্কুলের পার্শ্বশিক্ষিকা স্নিগ্ধা সাহা অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হন কালনা শহরের একটি নার্সিংহোমে। প্রশাসনিক গাফিলতির অভিযোগ মানতে চায়নি কালনা থানা ও প্রশাসন। থানার এক আধিকারিকের দাবি, “নার্সিংহোমটির দুই মালিককে গ্রেফতার করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিককে চিকিৎসকের বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।”
|
এক আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে গড়বেতা থানার রসকুন্ডুর দক্ষিণপাড়ায়। অসুস্থদের গড়বেতা হাসপাতালে এনে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই কেন্দ্রে খিচুড়ি দেওয়া হয়েছিল। খিচুড়ি খাওয়ার পরই কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ বোধ করে। সবমিলিয়ে প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এদের কারওরই শারিরীক অবস্থার অবনতি হয়নি। সকলেই পর্যবেক্ষনে থাকাকালীন সুস্থ হয়ে ওঠে। খাদ্যে বিষক্রিয়া থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।
|
এ বার মহাষ্টমীতে সরকারি হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। পরিবর্তে ছুটি থাকবে দশমীতে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সব হাসপাতালে এই নির্দেশ পাঠানো হয়েছে। সাধারণ ভাবে সরকারি হাসপাতালগুলির বহির্বিভাগ দুর্গাষ্টমীতে বন্ধ থাকে। সপ্তমী, নবমী, দশমীতে স্বাভাবিক কাজকর্ম হয়। স্বাস্থ্যকর্তাদের যুক্তি, এ বছর সপ্তমী পড়েছে রবিবার অর্থাৎ ওই দিন বহির্বিভাগ এমনিতেই বন্ধ থাকবে। তার পরের দিনও যদি তা বন্ধ থাকে, মানুষ বিপাকে পড়বেন। সেই কারণেই অষ্টমীর পরিবর্তে দশমীতে ছুটি থাকছে।
|
এক রোগীর মৃত্যুকে ঘিরে ভাঙচুর হল এক বেসরকারি হাসপাতালে। শুক্রবার, মধ্য হাওড়ার ফোরশোর রোডে। গুরুতর আহত হয়েছেন হাসপাতালের দুই মহিলা কর্মী। পুলিশ জানায়, বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন স্থানীয় বাসিন্দা মণি দে (৮০)। হাসপাতাল সূত্রে খবর, এ দিন তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর পরে ভাঙচুর শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দু’জন আটক হয়েছে। |