টুকরো খবর
ভাড়া বাড়ানোর দাবি, বিক্ষোভ
দার্জিলিং যাতায়াতের ভাড়া বাড়ানোর দাবিতে আচমকা গাড়ি চালানো বন্ধ করে বিক্ষোভ দেখালেন প্রিপেড ট্যাক্সি চালকরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে। ঘটনাচক্রে, সেই সময় পর্যটক সহায়তা বুথ উদ্বোধনের জন্য লাগোয়া এলাকায় হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ১ ঘণ্টা গাড়ি বন্ধ তাকায় পর্যটকেরা সমস্যায় পড়েন। তবে মন্ত্রীর কথায় ফের গাড়ি চালানো শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেন পর্যটকেরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “দাবি-দাওয়া থাকতেই পারে। তা নিয়ে আলোচনা হবে। কিন্তু, পুজোর মরসুমে পর্যটকদের ভোগদান্তিতে ফেলা ঠিক নয়। সেটাই আন্দোলনকারীদের জানিয়েছি। ওঁরা বুঝেছেন।” পর্যটন দফতরের যুগ্ম ডিরেক্টর সুনীল অগ্রবাল বলেন, “একটা ভুল বোঝাবুঝি থেকে সমস্যা হয়েছিল। তা মিটে গিয়েছে। কোনও পর্যটকের যাতে অসুবিধে না হয় তা দেখা হচ্ছে। পর্যটকদের সহায়তা করার জন্য সহায়তা বুথ খোলা হয়েছে।” তৃণমূলের শ্রমিক ইউনিয়নের ট্যাক্সি চালকদের সংগঠনের এনজেপির শাখা সম্পাদক নীতেন রায় বলেন, “মিরিক দিয়ে চলাচলে কিছু বেশি টাকা হাতে পান চালকরা। ওই পথেই তাঁরা চলাচল করছেন। তা নিয়ে আপত্তি ওঠাতেই চালকরা ক্ষোভ প্রকাশ করেন।”

অপসারণ চেয়ে চিঠির সিদ্ধান্ত
চেয়ারম্যানের অপসারণের দাবিতে দেওয়া চিঠি নিয়ে শিলিগুড়ির পুর-কর্তৃপক্ষ আইন মেনে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দেবে বামফ্রন্ট। শুক্রবার শিলিগুড়ির পুরসভায় সাংবাদিক বৈঠকে সিপিএম কাউন্সিলর তথা বিরোধী দলনেতা নুরুল ইসলসাম বলেন, “আইন মেনে কাজ করছে না পুর কর্তৃপক্ষ। কমিশনারের ভূমিকাও সঠিক নয়। এই পরিস্থিতিতে আমরা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিবকে চিঠি দিচ্ছি। এর পরেও ব্যবস্থা না নেওয়া হলে আইনের দ্বারস্থ হব। পাশাপাশি জনতার কাছেও যাব।” শিলিগুড়ির পুর কমিশনার প্রভু দত্ত প্রধান জানান, চেয়ারম্যানের অপসারণের ব্যপারে বৈঠক ডাকার এক্তিয়ার তাঁর নেই। পুরসভার চেয়ারম্যান নান্টু পাল বলেন, “কমিশনারকে আইন মেনে কাজ করতে বলে দিয়েছি। সমস্ত বৈঠকই আইন মেনে হয়েছে।”

পুরস্কারের সুপারিশ
লাইনে ফাটল থাকায় লাল পতাকা দেখিয়ে শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে মাদারিহাটের দুই যুবক নীতিশ দাস ও ইন্দ্রজিৎ বিশ্বাস। ওই দুই যুবককে পুরস্কৃত করার জন্য উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে সুপারিশ করে পাঠানো হয়েছে বলে রেলের কর্তারা জানান। এ দিন সকালে হাতি তাড়িয়ে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। সেই সময় মাদারিহাটের ওই এলাকায় হাসিমারা থেকে আসছিল শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস। জঙ্গলের ধারে লাইনে ফাটল দেখে দুই জন জামা ও লাল কাপড় নিয়ে লাইন দিয়ে ট্রেনের দিকে যেতে থাকেন। ট্রেনের চালক বিষয়টি লক্ষ্য করায় ফাটলের ২০০ মিটার আগে ট্রেনটি দাঁড়িয়ে যায়। উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল ম্যানেজার অলকানন্দ সরকার বলেন, “দুর্ঘটনার আশঙ্কা ছিল। আবহাওয়ার তারতম্যের জন্য ওই ফাটল ধরেছিল বলে মনে হচ্ছে।”

সাজছে মালবাজার
পুর-উদ্যোগে পুজোয় সাজছে মালবাজার। ষ্টেশনরোড চওড়া করা হয়েছে। পুরপ্রধান সুপ্রতিম সরকার জানান, গুরুত্বপূর্ণ রাস্তায় যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতি চলছে। বিবেকানন্দ রোডে ১৪ লক্ষ টাকা খরচ করে পথবাতি বসানো হয়েছে। পাশাপাশি পুজোর দিনগুলিতে শহরে সাফাই-র উপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডে পর্যটন আবাস এবং ভবন ‘মাঙ্গলিক’ উদ্বোধন হবে পুজোয়।

অত্যাচারের নালিশ
শিলিগুড়ি লোকমেটিভ শেডে কর্মরত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে উর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারের স্ত্রী পান্না দাস পুলিশ কমিশনারেটে অভিযোগ করেন। ইঞ্জিনিয়ারের নাম বিশ্বজিৎ দাস। অভিযুক্ত অফিসার অনন্ত কুমার বলেন, “উনি ঠিকঠাক কাজ না করায় সতর্ক করি। এখন শুনছি আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে।”

চাঁদা ছাড়াই পুজো
কোনও চাঁদা নয়, নিজেদের টাকায় পাড়ায় সর্বজনীন পুজো করে সাড়া ফেলেছেন শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের মহিলারা। পূর্ব রবীন্দ্রনগর মহিলাবৃন্দের পুজো এবার ১২ বছরে। এলাকার মিত্র সঙ্ঘ ক্লাবের ভবনেও পুজো চলে আসছে। একমাস ধরে ব্যস্ততা তুঙ্গে উদ্যোক্তা সূর্যা রায়, ডলি কর্মকার, মিত্রা শীলদের। পুজোর চারদিন নিজেরা ভোগের খিচুড়ি তৈরি করে বিলিও করেন তাঁরা।

সুকনা-কলকাতা বাসের ঘোষণা
সুকনা-কলকাতা বাসের কথা জানালেন জিটিএ চিফ বিমল গুরুঙ্গ। এ ছাড়া, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং থেকে বাগডোগরা বাস চলবে বলেও শুক্রবার জানান তিনি।

ভাড়া বৃদ্ধির দাবি
দার্জিলিং যাতায়াতের ভাড়া বাড়ানোর দাবিতে গাড়ি চালানো বন্ধ করে বিক্ষোভ দেখালেন প্রিপেড ট্যাক্সি চালকরা। শুক্রবার এনজেপি স্টেশনের সামনে ওই বিক্ষোভ চলে।

পর্যটকদের সাহায্যে
পুজোয় পর্যটকদের সাহায্যে পুস্তিকা প্রকাশ হল। শুক্রবার এনজেপি স্টেশন এলাকায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ওই ‘ট্যুরিস্ট ইনফো বুক’-এর উদ্বোধন করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.