...উৎসবের আলো
ঠাকুর দেখবেন
কোন পথে
পুজো উপলক্ষে বেশ কয়েকটি ব্যবস্থা নিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রায় ১৬ হাজার পুজো হয়। তাই দর্শনার্থীদের নিরাপত্তা এবং যান-নিয়ন্ত্রণের জন্য এ বছর থেকে কয়েকটি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি এই বছরের দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় সিংহ। দমদম থেকে বীজপুর পর্যন্ত ১২টি থানা এলাকার পুজোর এই গাইড ম্যাপ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই জায়গাগুলি থেকে কোন মণ্ডপে কী ভাবে যাওয়া যাবে, তার পথ-নির্দেশিকাও থাকছে। থাকছে পুলিশের হেল্পলাইন নম্বর। সমস্যায় পড়লে ওই নম্বরে ফোন করা মাত্রই পুলিশি সাহায্য মিলবে বলে আশ্বাস প্রশাসনের কর্তাদের। ভিড় সামলাতে অতিরিক্ত প্রায় পাঁচশো পুলিশকর্মী নিয়োগ করা হচ্ছে। যানজট এড়াতে শিল্পাঞ্চলের রাস্তাগুলির বেশ কয়েকটিকে ‘ওয়ান ওয়ে’ করা হয়েছে। সেই সঙ্গে, থানাভিত্তিক অডিও সিডি তৈরি করা হয়েছে। পুজোর সময়ে মণ্ডপগুলিতে কী কী নিয়ম মানতে হবে, সিডিগুলি বাজালেই তা শোনা যেবে। পুজোর আগে এবং পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ওই সিডি বাজানো বাধ্যতামূলক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ব্যারাকপুরের ডিসি (ট্র্যাফিক) কল্যাণ মুখোপাধ্যায়ের কথায়: ‘‘পুজোর গাইড ম্যাপটি দর্শনার্থীদের জন্য খুবই উপযোগী হবে।’’

দর্শনার্থীদের জন্য পুজোর গাইড ম্যাপ
বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্য: বিতান ভট্টাচার্য




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.