যুবরাজের নতুন ‘খেলা’
নিজস্ব প্রতিবেদন |
টুইটারে যুবরাজের নতুন গেম শো ‘লাইফ কা বল্লা’। নিজের টুইটার অ্যাকাউন্টে যুবরাজ এই ‘খেলা’ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ১৬ লক্ষেরও বেশি ক্রিকেটপ্রেমী ঝাঁপিয়ে পড়লেন প্রতিযোগিতায় নামতে। যুবরাজের ‘টুইটার ফলোয়ার’ হিসেবে। যুবরাজ যে টুইটারে সবচেয়ে জনপ্রিয় তারকাদের অন্যতম, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এ তারই প্রমাণ। ব্যাপারটা আর কিছুই নয়, নিজের জীবনের সেরা মুহূর্ত ক্যানসারজয়ী ভারতীয় ক্রিকেট তারকার টুইটারে সুন্দর ভাবে বর্ণনা করে পুরস্কার জেতার সুযোগ। স্কুলের সেরা ছাত্রের পুরস্কার পাওয়া থেকে শুরু করে হিমালয় পর্বতাভিযানে যাওয়া, স্বপ্নের বাড়ি কেনা থেকে বিয়ে সব রকম অভিজ্ঞতাই জানিয়েছেন যুবির ভক্তরা। কে সেরা হবেন, তা ঠিক করবেন জীবনযুদ্ধে জয়ী ক্রিকেট তারকা নিজেই।
|
বন্ড এবার বোলিং কোচ
সংবাদসংস্থা • ওয়েলিংটন |
সামনেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে সিরিজ। তাই নিউজিল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হল দেশের প্রাক্তন তারকা পেসার শেন বন্ডকে। বোলিং কোচের নতুন দায়িত্ব পেয়ে খুশি বন্ড বলেছেন, “খেলা ছাড়ার পর থেকেই এই দায়িত্ব পাওয়ার আশায় ছিলাম আমি। নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমে যা করতে পারিনি, আশা করি বোলিং কোচ হয়ে তার চেয়ে ভাল কিছু করতে পারব।” এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় যাচ্ছে নিউজিল্যান্ড। ডিসেম্বরে তারা যাবে দক্ষিণ আফ্রিকায় ও ফেব্রুয়ারিতে ইংল্যান্ড তাদের দেশে যাবে। এই তিন সিরিজেই দায়িত্ব পালন করবেন বন্ড।
|
সুপ্রিম কোর্টেও হারল ডেকান
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আইপিএলে টিকে থাকার জন্য দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েও লাভ হল না ডেকান চার্জার্সের। শুক্রবার সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল ডেকানের মালিকপক্ষের আবেদন। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে ডেকান চার্জার্সকে ছেঁটে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ওই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এ দিন প্রধান বিচারপতি আলতমস কবীরের বেঞ্চ তা খারিজ করে দেয়। ১০০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে না পারায় ডেকানকে আইপিএল থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় বোর্ড। এ দিন দেশের সর্বোচ্চ আদালতও জানিয়ে দিল সেই সিদ্ধান্তই বহাল থাকবে। গত বছর কোাচি টাস্কার্সকেও চুক্তিভঙ্গের দায়ে ছেঁটে ফেলা হয়েছিল।
|
রজ্জাকের জরিমানা
সংবাদসংস্থা • করাচি |
অধিনায়ক মহম্মদ হাফিজের বিরুদ্ধে মুখ খোলার জন্য এক লাখ টাকা জরিমানা হল পাক অলরাউন্ডার আব্দুল রজ্জাকের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই হাফিজের সমালোচনা করার জন্য গত সপ্তাহে রজ্জাককে শো-কজ নোটিশ পাঠায় পাক বোর্ড। মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও রেহাই পেলেন না রজ্জাক। পাক বোর্ড চেয়ারম্যানের সামনে রজ্জাক এ দিন তাঁর ভুল স্বীকার করে নেন।
|
বৃষ্টিতে ভেস্তে গেল সহবাগদের ম্যাচ |
দিল্লি ডেয়ারডেভিলস বনাম অকল্যান্ড এসেস ম্যাচ শুরুই হল না বৃষ্টিতে। তবে সহবাগরা এই গ্রুপে দু’নম্বরে। ফলে শেষ চারের দৌড়ে রইল তারা। |