টুকরো খবর |
যৌন হয়রানি রুখতে কমিটি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে এ বার ডাক্তার-আইনজীবীদের মতো পেশাদারদের জন্যও বিশেষ কমিটি গড়তে বলল সুপ্রিম কোর্ট। ১৯৯৭ সালে বিশাখা মামলায় রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত সরকারি দফতর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসে যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ সেল গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টিকে মোকাবিলা করার ক্ষেত্রে ওই নির্দেশিকাই এখনও অবধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মানা হত। আজ একটি জনস্বার্থ মামলার আবেদন মেনে শীর্ষ আদালত বিসিআই (বার কাউন্সিল অফ ইন্ডিয়া) এবং এমসিআই-এর (মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া) জন্যও অনুরূপ নির্দেশিকা জারি করেছে।
|
দিগ্বিজয়ের তোপ
সংবাদসংস্থা • পটনা |
অরবিন্দ কেজরিওয়াল সনিয়া গাঁধীর নেতৃত্বাধীন জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য হতে চেয়েছিলেন। কিন্তু, সেই আশা পূরণ না হওয়ায় লোকপাল বিল নিয়ে আন্দোলনে অণ্ণা হজারেকে টেনে আনেন তিনি। কেজরিওয়ালকে লেখা চিঠিতে এই দাবি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। দিগ্বিজয়ের দাবি, সান ফ্রান্সিসকোর বার্কলে বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় তাঁর কাছে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কেজরিওয়াল। তখন লোকপাল বিলের খসড়া তৈরির কাজ করছিল উপদেষ্টা পরিষদ।
|
জেলে মোবাইল, মাদক
সংবাদসংস্থা • পটনা |
প্রশাসনের কাছে খবর ছিল। সেই অনুযায়ী মুঙ্গের জেলে তল্লাশি চালিয়ে ২০টি মোবাইল ফোন-সহ মাদক পাওয়া গেল। তল্লাশি অভিযানের নেতৃত্বে ছিলেন মুঙ্গেরের জেলাশাসক কুলদীপ নারায়ণ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কয়েদীদের কাছ থেকে ২০টি মোবাইল, গাঁজা এবং চরস উদ্ধার হয়। এ ছাড়াও নগদ ১২ হাজার টাকা পাওয়া গিয়েছে। জেলাশাসক বলেন, “জেলের ভিতরে একটি চক্র এই কাজ করছে। কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত করা হবে।” জেলকর্মীদের সঙ্গে যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
|
রক্ষাকবচ নেই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে এফআইআর চায় বিজেপি। ২০ সেপ্টেম্বর বিজেপি যুব শাখার তরফে দেশের ৭৯০টি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও করা হয়। বিষয়টি নিয়ে অ্যাটর্নি-জেনারেল জি ই বাহনবতীর পরামর্শ চায় স্বরাষ্ট্র মন্ত্রক। বাহনবতী জানান, প্রধানমন্ত্রীর আইনি রক্ষাকবচ নেই। অভিযোগ দায়ের হলেই চিন্তার কিছু নেই। সব অভিযোগকে এফআইআরে পরিবর্তন করা যায় না।
|
মুক্তির নির্দেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রকাশ ঝা-র নতুন ছবি ‘চক্রব্যূহ’ বিতর্কিত গান-সহই মুক্তি পাবে। শুক্রবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই গানটিতে টাটা, বাটা, বিড়লা শব্দগুলি রয়েছে। সংস্থার ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে মামলা করেছিল বাটা। কোর্টের নির্দেশ, কোনও সংস্থার ভাবমূর্তিতে আঘাত করার জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয়নি, তা গানটির আগে বিজ্ঞপ্তি দিয়ে জানালেই হবে।
|
আইপিএস ধৃত
সংবাদসংস্থা • চণ্ডীগড় |
১ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক আইপিএস অফিসারকে গ্রেফতার করল সিবিআই। পুলিশ সুপার জানিয়েছেন, অধস্তন এক অফিসারের কাছ থেকে বৃহস্পতিবার তিনি ওই টাকা নেন। ওই অধস্তন অফিসারের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। বিষয়টি ধামাচাপা দিতেই অধস্তনের কাছ থেকে ২৫ লাখ টাকা ঘুষ নেন ওই অফিসার।
|
ফের গণধর্ষণ
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
পানশালার তিন মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল আট যুবকের বিরুদ্ধে। শহরের উপকণ্ঠে বৃহস্পতিবার রাত ৩ টে নাগাদ ঘটনাটি ঘটে। কেউ ধরা পড়েনি। সপ্তাহখানের মধ্যে বেঙ্গালুরুতে এই নিয়ে পর পর দুটি ধর্ষণের ঘটনা ঘটল। এর আগে শহরের এক আইন কলেজের ছাত্রী কলেজ চত্বরেই ধর্ষিত হয়েছিলেন।
|
প্রতিবাদে শোলে
সংবাদসংস্থা • ভোপাল |
নিয়মিত পানীয় জল পেতে এ বার শোলে সিনেমার কায়দায় জলের ট্যাঙ্কের উপর চড়ে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। শুক্রবার জলগাঁও জেলার এক গ্রামের ঘটনা। বিদ্যুতের বিল না দেওয়ায় ওই গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। তার ফলেই জলসঙ্কটে পড়েন গ্রামবাসীরা।
|
ডিজিটাল নির্দেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেবল টিভির ডিজিটাল প্রযুক্তি চালু হলে প্রাথমিক প্রকল্পে ১০০টি ‘ফ্রি টু এয়ার’ চ্যানেল বেছে নিতে পারবেন গ্রাহকই। শুক্রবার এই নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল টিডিস্যাট। |
|