|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
বাংলার লোকচিত্রের সঠিক রূপান্তর |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে সুধীর মাইতি ও শিবানী মাইতি এই শিল্পীদম্পতি একসঙ্গে প্রদর্শনী করলেন। স্বশিক্ষিতা শিল্পী শিবানী বাংলার লোকচিত্রের উত্তরাধিকারকে খুবই মন্ময় ভাবে রূপান্তরিত করেছেন। তাঁর রেখারূপ ও বর্ণচেতনা অত্যন্ত সমৃদ্ধ। |
|
ছবিতে তিনি আনতে পেরেছেন প্রদীপ্ত এক প্রজ্ঞার আলো। সুধীর রবীন্দ্রভারতীতে প্রশিক্ষিত ভাস্কর। পাথর ও কাঠের কাজে তাঁর দক্ষতা অবিসংবাদিত। পাশ্চাত্য ও প্রাচ্য রূপবোধের সমন্বয়ের প্রয়াস করেছেন। তাতে পাশ্চাত্য আধুনিকতার আঙ্গিকই প্রাধান্য পেয়েছে।
|
প্রদর্শনী
চলছে
সিমা: আর্ট ইন লাইফ আজ শেষ।
অ্যাকাডেমি: সমীর চন্দ আজ শেষ।
বিল্বনাথ চট্টোপাধ্যায়, দেবীদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।
অনুপম বেরা, পার্থপ্রতিম রায়, প্রমুখ ২০ অক্টোবর পর্যন্ত।
গ্যালারি লা মেরে: ‘দুর্গা, ২০১২’ ৩১ অক্টোবর পর্যন্ত। |
|