পুজোয় মোবাইল ফোনের ব্যবহার বাড়ে অনেকটাই। আর সেটাকেই ব্যবসা বৃদ্ধির হাতিয়ার করছে টেলিকম সংস্থাগুলি। তাই বাড়তি সুবিধা দিয়ে পরস্পরকে টেক্কা দিতে মরিয়া তারা। গত বছর পুজোয় বিভিন্ন সংস্থার পরিষেবা ব্যবহারের বৃদ্ধির হার ছিল ৫-৬%। এ বারও তা ৬% হবে বলেই আশা। এই দৌড়ে কাজে লাগানো হচ্ছে মোবাইল ব্যবহারের রকমফেরকেও। যেমন, দিনের চেয়ে রাতে ব্যবহার বাড়ে। এ রাজ্যে ইউনিনরের কর্তা নবারুণ সেনের দাবি, গত বছর সেপ্টেম্বরের থেকে অক্টোবরে দিনের বেলা তাদের মোবাইল ব্যবহারের বৃদ্ধির হার ছিল ২%। রাতে ৫%। অন্য দিকে, এয়ারসেলের ইউনিফায়েড বেঙ্গল সার্কেলের কর্তা অতনু বটব্যাল জানান, পুজোয় মোবাইলে কথা বলা বাড়ে প্রায় ৬%। সপ্তমী-নবমী এসএমএস চালাচালি বাড়ে তিন গুণ ও দশমীতে পাঁচ গুণ। আর এ সবই সংস্থাগুলির তুরুপের তাস। রাতে বেশি কথা বলার (স্থানীয়) সুযোগ দিতে ইউনিনর এ রাজ্যের দুটি সাকের্লে এনেছে ১২ টাকার ভাউচার। ইউনিনর, এয়ারসেল, টাটা ডোকোমো আবার যত খুশি কথা বলার সুযোগ দিচ্ছে। তা-ও বাড়তি পয়সা ছাড়াই। কম পয়সায় কথা বলার সুযোগ দিতে চাইছে ইউনিনর, ভোডাফোন, টাটা ডোকোমো। বাজার দখলের অস্ত্র আরও আছে। ভাউচারের পুরো টাকায় কথা বলার সুযোগ (ফুল টক টাইম) দিচ্ছে ইউনিনর, এয়ারটেল, এয়ারসেল। টাটা ডোকোমো, আইডিয়া, এমটিএস-এর টোপ ফুল টক টাইমের উপরি। আর সোশ্যাল নেটওয়ার্কে একগুচ্ছ সুবিধা এনেছে এয়ারসেল, এয়ারটেল, এমটিএসের মতো সংস্থা।
|
খোলনলচে বদলে ফেলা হচ্ছে জেট-কানেক্ট বিমানের। বিমানসংস্থাটি জানাচ্ছে, নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭-৭০০ এবং ৭৩৭-৮০০ বিমানের আসন আরও চওড়া করা হয়েছে। পা রাখার জায়গা বিস্তৃত করা হয়েছে, যাতে যাত্রীরা আরাম করে বসতে পারেন। খাবারের তালিকাতেও এসেছে পরিবর্তন। জেট বিমানসংস্থার অধীন এই জেট-কানেক্ট প্রাথমিক ভাবে সস্তার উড়ান চালাবে বলেই ঠিক হয়েছিল। পরে, যে বিমানে উচ্চ শ্রেণির আসন আছে, তাও চালাতে শুরু করে সংস্থা। নতুন প্রজন্মের এই বোয়িং ৭৩৭ বিমানেও আলাদা করে বিজনেস শ্রেণি রয়েছে। তার ভাড়া অন্য সংস্থার মতোই হবে বলে দাবি বিমানসংস্থা সূত্রের। তবে, সাধারণ শ্রেণির ভাড়া সস্তারই থাকবে।
|
ভারতে যাত্রা শুরু হল মার্কিন কফি চেন স্টারবাকস-এর। টাটা গ্লোবাল বেভারেজেস-এর সঙ্গে স্টারবাকস কফি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি টাটা স্টারবাকস শুক্রবার তাদের প্রথম বিপণিটি খুলল মুম্বইয়ে। সংস্থায় সমান অংশীদারি রয়েছে সংস্থা দুটির।
|
বিমা পলিসির শর্ত সঠিক ভাবে ব্যাখ্যা করা হয়নি। তাই একটি বেসরকারি বিমা কোম্পানিকে সুদ-সহ ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন চণ্ডীগড়ের সরকারি বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। অনাবাসী ভারতীয় সতনাম সিংহ রণধাওয়া চণ্ডীগড়ে এসে একটি বিমা পলিসি নেন। ওই বিমা সংস্থার এক প্রতিনিধি তাঁকে জানান, এক বারই পাঁচ লক্ষ টাকা প্রিমিয়াম দিতে হবে। পরে সতনাম জানতে পারেন তাঁকে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা প্রিমিয়াম দিতে হবে।
|
পুজোয় পর্যটকদের সাহায্যে পুস্তিকা প্রকাশ হল। শুক্রবার এনজেপি স্টেশন এলাকায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ওই ‘ট্যুরিস্ট ইনফো বুক’-এর উদ্বোধন করেন।
|
দ্বিতীয় ত্রৈমাসিকে ৪৯% বাড়ল টাটা কন্সালট্যান্সি সার্ভিসেস-এর নিট মুনাফা। দাঁড়াল ৩,৪৩৪ কোটি টাকা। আয়ও ৩৪.৩% বেড়ে হল ১৫,৬২১ কোটি। |