টুকরো খবর
ফেডেরাল রিজার্ভে হামলার চক্রান্তে ধৃত আরও এক
আমেরিকার ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্কে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত হোওয়ার্ড উইলি কার্টারকে অবশ্য গত অগস্ট মাসে অন্য অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাঁর কাছ থেকে সে সময় শিশুদের নিয়ে তৈরি তিনটি অশ্লীল ফিল্ম পাওয়া গিয়েছিল। কার্টারের কম্পিউটার থেকে তখনই ইয়াকিন নামে এক ব্যক্তির ই-মেল খুঁজে পেয়েছিলেন গোয়েন্দারা। বুধবার ফেডেরাল রিজার্ভে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে কাজি মহম্মদ রিজওয়ানুল আশান নাফিস নামে এক বাংলাদেশি জঙ্গি গ্রেফতার হয়। ফেডেরাল রিজার্ভের বাইরে বিস্ফোরক বোঝাই গাড়ি রেখে বিস্ফোরণের ছক কষে ছিল সে। কিন্তু নাফিসের সহযোগী সেজে তার দলে ঢুকে যান এফবিআইয়ের এক এজেন্ট। এ ভাবেই বড় ধরনের নাশকতার ছক বানচাল করে দেয় মার্কিন গোয়েন্দা বাহিনী। পরে নাফিসকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে ইয়াকিনের নাম। সেই সূত্র ধরে এ দিন গ্রেফতার করা হয় ইয়াকিন ছদ্মনামী কার্টারকে। পুলিশ সূত্রে খবর, নাফিসের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার ও আল-কায়দাকে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশে নাফিসের পরিবার অবশ্য তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নাফিসের বাবা জানিয়েছেন, সে এক জন ধর্মপ্রাণ মুসলিম। তবে আগে কখনওই তার আচরণে চরমপন্থী হাবভাব প্রকাশ পায়নি। বরং মার্কিন মুলুকে তাকে পড়াশোনার জন্য পাঠানো হয়েছিল।

চিকিৎসায় সাড়া, উঠে দাঁড়াল মালালা
সাহসিনীর জয়: প্রতিবাদের চাহনি। তালিবানের গুলিকেও শেষমেশ হার
মানাল মালালা। লন্ডনের বার্মিংহামের হাসপাতালে। ছবি: পিটিআই
চিকিৎসকের সাহায্যে অবশেষে উঠে দাঁড়াল পাক কিশোরী মালালা ইউসুফজাই। শুক্রবার দুপুরে বার্মিংহাম হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, খাতায় লিখে কথাবার্তাও সেরেছে মালালা। তবে মালালার শরীরে এখনও সংক্রমণ থাকায় বিপদ সম্পূর্ণ কাটেনি বলেই মনে করছেন তাঁরা। ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে মালালা ও তার দুই বন্ধুকে গুলি করে তালিবান। মালালার মাথায় আর ঘাড়ে গুলি লাগে। সোমবার বিশেষ বিমানে ব্রিটেনে নিয়ে আসা হয় মালালাকে। চিকিৎসকদের মতে, গুলিতে মালালার মেরুদণ্ড আর খুলির একটা অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনে ওই অংশ টাইটেনিয়াম প্লেট দিয়ে প্রতিস্থাপন করা হতে পারেও বলে জানিয়েছেন তাঁরা।

মুজিব-খুনিদের চায় ঢাকা
আলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে দিল্লির হাতে তুলে দেওয়ার বিষয়ে সব রকম সাহায্য করবে ঢাকা। তার বদলে ভারতে ‘গা-ঢাকা দেওয়া’ শেখ মুজিবর রহমানের হত্যাকারীদের খুঁজে বের করায় সাহায্য চায় ঢাকা। দু’দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এই দাবি জানিয়েছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের দাবি, মুজিব হত্যার আসামি রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন মজিদ ভারতে লুকিয়ে রয়েছে। ভারত তাদের খুঁজে বের করে বাংলাদেশের হাতে তুলে দিক। বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মুস্তাক আহমেদ ভারতের স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহের কাছে এই অনুরোধ জানিয়েছেন। মোসলেউদ্দিন নিজে মুজিবের উপর গুলি চালিয়েছিল বলে অভিযোগ।

প্রেমিককে গুলি
বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে গুলি করল প্রেমিকা। পুলিশ সূত্রে খবর, লাহৌরের এক কারখানায় একসঙ্গে কাজ করত দু’জনে। আলাপ সেখানেই। সম্পর্ক প্রায় এক বছরের। কিন্তু আসিয়া বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন তাঁর প্রেমিক ফয়জল। রাগের বশে প্রেমিক ও তাঁর বন্ধুর দিকে গুলি ছোড়ে আসিয়া। ফয়জল ও তাঁর বন্ধু ছাড়াও আসিয়ার ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও এক জন। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তকে। আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন। ফয়জলের অবস্থা অবশ্য আশঙ্কাজনক।

মঙ্গল-রহস্য
ছবিটা দেখেই চমকে গিয়েছিলেন বিজ্ঞানীরা। লাল রঙের ওটা আবার কী? কিউরিওসিটি-র খোলেই বা কী করছে? হাজারো প্রশ্ন ভিড় করেছে তাঁদের মাথায়। মঙ্গলের মাটি সংগ্রহ করতে গিয়ে কিউরিওসিটি গিলে ফেলেছিল উজ্জ্বল লাল রঙের জিনিসটা। বিশেষজ্ঞদের অনেকের দাবি, লাল মাটির গর্তের মধ্যে পড়ে থাকা ওই জিনিসটা মানুষেরই তৈরি। আবার অনেকের দৃঢ় বিশ্বাস, ওটা মঙ্গলেরই কিছু একটা। নামও দিয়ে ফেলেছেন তাঁরা। ‘স্মাৎজ’। যেখান থেকে জিনিসটা পাওয়া গিয়েছে, ধারে কাছে আরও ও রকম কিছু মেলে কি না, খুঁজে দেখছে নাসা।

হত ১৪ সেনা
আল কায়দা জঙ্গিদের হানায় ১৪ জন সেনা নিহত হয়েছেন। আজ সকালে দক্ষিণ ইয়েমেনের ঘটনা। সেখানকার এক সেনা ঘাঁটিতে শুক্রবার ভোরে একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণ হয়। গতকাল ড্রোন হানায় অন্তত ৭ আল কায়দা জঙ্গি নিহত হয়েছিল। সেই ড্রোন হানার প্রতিশোধ নিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

তালিবানের হাতে
তালিবান জঙ্গিদের হাতে খুন হলেন পাক পুলিশের এক শীর্ষ কর্তা এবং এক কর্মী। জঙ্গিরা তাঁদের ধড় থেকে মাথা আলাদা করে দেয়। এর পর কাটা মাথা ব্যাগের মধ্যে রেখে বাজারের বারান্দায় ঝুলিয়ে দেয়। বৃহস্পতিবার তা উদ্ধার করে পেশোয়ার পুলিশ।

সালমার ইচ্ছে
অভিনেত্রী না হলে হয়তো জ্যোর্তিবিজ্ঞানীই হতেন সালমা হায়েক। ৪৬ বছর বয়সে এসে মনের এই ইচ্ছেই প্রকাশ করলেন তিনি। তিনি জানান নিদেন পক্ষে ফুলের দোকানের মালিক হতে পারলেও মনের আশ মিটত তাঁর।

বিয়ে বাতিল
বিয়ে বাতিল করতে উদ্যত ব্রিটনি স্পিয়ার্স। তিনি মনে করেন জ্যাসন ট্রাউইকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করার পিছনে লুকিয়ে আছে তাঁর বাবার কোনও ব্যবসায়িক স্বার্থ।

হানায় মৃত তিন
বন্দুকবাজের হামলায় নিহত তিন মহিলা। আহত আরও এক। ফ্লোরিডার এক পার্লারে হানা দেয় ওই ব্যক্তি। পরে আত্মহত্যার চেষ্টাও করে সে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.