মাশরুম থেকে মাটির হাঁড়ি-ভাঁড়, মণ্ডপে মহার্ঘ সবই
তুর্থীতে হয়ে গিয়েছে কিছু। তবে দুর্গাপুরের অধিকাংশ পুজোর উদ্বোধন হল পঞ্চমীর সন্ধ্যায়। পাড়ায়-পাড়ায় একে অপরকে টেক্কা দেওয়ায় সময় শেষমেশ চলেই এল। কোথাও মন্দির তো কোথাও প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। কোথাও ড্রাগন সাম্রাজ্য ধ্বংসে মেতে ওঠা কিংকং। কোথাও রাজবাড়ি, কোথাও আবার শুধুই মাশরুমের সাম্রাজ্য। ভিন্ন আকার ও আঙ্গিকের মণ্ডপ মাথা তুলে দাঁড়িয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।
ডিপিএল কলোনির বি-জোন আদিবেদী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর এ বারের আকর্ষণ নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে আদলে তৈরি মণ্ডপ। সঙ্গে ডাকের সাজের প্রতিমা। পুজো কমিটির পক্ষে উমাপদ দাস জানান, এ বার পুজোর ৫৫ তম বর্ষ। মাত্র ৯ বছর বয়স সেপকো সার্বজনীন পুজোর। কিন্তু এর মধ্যেই এক বার পরিবেশ দফতরের পুরস্কার জিতেছে তারা। কোচবিহারের রাজবাড়ির আদলে গড়া হচ্ছে মণ্ডপ। ভিতরে নবদ্বীপের শিল্পীরা ফুটিয়ে তুলেছেন ঝিনুকের নানা কারুকাজ। ইস্পাতনগরীর পঞ্চমপল্লি এডিসনের পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে ড্রাগনদের বীভৎসতা এবং তা রুখতে কিংকংয়ের আপ্রাণ প্রচেষ্টা।
ছবি: বিকাশ মশান।
সিটি সেন্টারের চতুরঙ্গ পুজো কমিটির মণ্ডপ গড়া হয়েছে মায়ানমারের প্রাচীন বৌদ্ধ মন্দিরের আদলে। দুর্গাপুর বাজার সার্বজনীন পুজোয় মণ্ডপ হয়েছে খেজুর গাছের ছাল দিয়ে। ভিতরে মূর্তি কলাপাতার তৈরি। দিঘার শিল্পীরা মাস তিনেকের প্রচেষ্টায় দাঁড় করিয়েছেন মণ্ডপ। করঙ্গপাড়া আপনজন ক্লাবের মণ্ডপ মাটির হাঁড়ি, ভাঁড় দিয়ে। রানাপ্রতাপ সর্বজনীন ফুটিয়ে তুলেছে এক টুকরো গ্রামীণ বাংলা। পারুলিয়া সার্বজনীন পুজো কমিটির মণ্ডপ হয়েছে মন্দিরের আদলে। হর্ষবর্ধন, কণিষ্ক, চিত্তরঞ্জন দাশ পথের বিধানপল্লি পুজোর এ বার ৪৬তম বর্ষ। ৫০তম বর্ষে পা দিল সগড়ভাঙার আবাসনের আদি সর্বজনীন পুজো। পলাশডিহা তরুণ সঙ্ঘ পুজো করছে ৩৬ বছর ধরে। রায়ডাঙা সর্বজনীন দুর্গাপুজোর এ বার ২৫তম বর্ষ। প্রথম বছরের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ বার নতুন উদ্যোমে পুজো করছে সারদাপল্লি দক্ষিণাঞ্চল মহিলা পুজো কমিটি। শহরের যে সমস্ত পুজোয় মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তার মধ্যে এটি অন্যতম। শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকার জামবন সর্বজনীন পুজোও সাড়ম্বরে তার উপস্থিতি জানান দিচ্ছে। উদ্যোক্তারা জানালেন, এ বার পুজোর ৩১ বছর পূর্ণ হল। অতিকায়, বড়, মেজো, ছোট থেকে খুদেও। ৫০তম বর্ষে মাশরুমের সাম্রাজ্য গড়ে তাক লাগিয়েছে ইস্পাতনগরীর বি-জোন পূর্বাঞ্চল সর্বজনীন দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো কমিটি, তানসেন সেন্ট্রাল। প্রধান মণ্ডপটি ৫০ ফুট উঁচু অতিকায় মাশরুম। বাকি চত্বর জুড়ে খোলা আকাশের নীচে ছড়িয়ে নানা আকারের মাশরুম। হঠাৎ এই মাশরুমের রাজত্বে এসে পড়লে অন্য অনুভূতি হচ্ছে, জানান দর্শনার্থীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.