জলে ডুবিয়ে স্ত্রী’কে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার গভীর রাতে গোয়ালপোখর থানার কুরেলা এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রেশমা খাতুন (২২)। ১১ মাস আগে ধরমপুরের বাসিন্দা মঞ্জুর আলমের সঙ্গে তার বিয়ে হয় রেশমা দেবীর। রাতে বাপের বাড়ি থেকে বাইকে করে আনার সময় রাস্তার পাশের এক নয়নজুলিতে ডুবিয়ে সে স্ত্রীকে খুন করেছে বলে অভিযোগ। যদিও রাতে মঞ্জুরবাবু থানায় গিয়ে অভিযোগ করেন, এক দল দুষ্কতী তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এবং স্ত্রীকে ডলে ডুবিয়ে খুন করে পালিয়ে যায়। এই অভিযোগ পেয়েই পুলিশের সন্দেহ হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রেশমা দেবী মঞ্জুরবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী।
|
বাইকে করে স্কুল যাওয়ার সময়ে ছোট গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ালপোখর থানার হাঁসকুন্ডা এলাকার ঘটনা। মৃতের নাম নারায়ণ চন্দ্র সাহা (৫৯)। বাড়ি পাঞ্জিপাড়ার বিদ্যাসাগরপল্লিতে। তিনি লস্করগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
|
শ্লীলতাহানিতে অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার এএসআই মনিজুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল।
|
ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গোলুইসরায় রেল লাইনের ধার থেকে পাওয়া যায় ওই যুবকের মৃতদেহ। বছর ছাব্বিশের ওই যুবকের নাম রামপ্রসাদ রায় (২৬)।
|
উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৯ আন্তঃ জেলা স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল ইটাহারের বৈদড়া জনকল্যাণ হাইস্কুল।
|
বেহাল রাস্তায় ধুলোয় নাকাল বাসিন্দারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় সকাল ১০টা থেকে ৪ ঘণ্টা অবরোধ চলে। সমস্যা সমাধানের দাবিতে কোচবিহার ২ বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। সম্প্রতি বালি, পাথর দিয়ে বেহাল জাতীয় সড়কের খানাখন্দ মেরামতের কাজ শুরু হতে ধুলোর সমস্যা দেখা দেয়।
|
আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে হেমতাবাদ থানার ভরৎপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম মহম্মদ সইফুল। তার বাড়ি স্থানীয় পাহাড়পুর এলাকায়। |