দুর্ঘটনায় মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একই দিনে তিনটি পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। পুলিশ জানায়, মৃতদের নাম গোপাল ঘোষ (৩২), যোগিন্দর রায় (৫৭) এবং সাড়ে তিন বছরের শিশু স্বস্তিকা চৌধুরী। এদিন সন্ধ্যায় বাগডোগরা থানার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে সেনাবাহিনীর একটি ট্রাকের ধাক্কায় গোপালবাবুর মৃত্যু হয়। তিনি বাইক নিয়ে গোসাইপুরের বাড়ি থেকে বাগডোগরা যাচ্ছিলেন। সে সময় উল্টোদিক থেকে আসা সেনাবাহিনীর ট্রাক তাঁকে ধাক্কা দেয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। অপর ঘটনায় ভক্তিনগরের শালুগাড়া সংলগ্ন রাস্তায় একটি ট্রাকের কাজ করছিলেন বাইপাসের বাসিন্দা যোগিন্দরবাবু। সে সময় একটি ট্রাক তাঁকে পিষে দেয়। ট্রাকটি আটক করেছে পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে প্রধাননগরের প্যাটেল রোডে একটি স্কুল বাসের ধাক্কায় স্বস্তিকা নামে এক শিশুর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
|
ভাতার দাবিতে অবস্থান-ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুজোর আগে উৎসব ভাতার দাবিতে বিক্ষোভ দেখালেন হিমুলের ডেয়ারি ফার্ম মজদুর ইউনিয়ন। বৃহস্পতিবার তারা খাপরাইলে হিমুল ডেয়ারি ফার্মের ডেপুটি ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান সিটু অনুমোদিত ওই সংগঠনের কর্মীরা। সংগঠনের পক্ষে জানানো হয়েছে, ভাতার দাবিতে গত তিন দিন ধরে টিফিনের সময় হিমুলের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কর্মীরা। কিন্তু এখন পর্যন্ত তাঁদের ভাতা দেওয়ার ব্যপারে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। ডেয়ারি ফার্ম মজদুর ইউনিয়নের সহ সভাপতি সুধাংশু কুমার তরুয়া বলেন, “প্রতিবছর আমরা উৎসব ভাতা পাই। এবারে কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে জানাননি। এদিকে পুজো শুরু হতে আর দু’দিন বাকি। এই অবস্থায়, লাগাতার আন্দোলন ছাড়া আর কোনও পথ নেই।” হিমুল কর্তৃপক্ষ বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
|
নির্মাণ নিয়ে প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জেলা হাসপাতালের উল্টোদিকে একটি ওষুধের দোকানের নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার পুরসভার তরফে তাদের নির্মাণ কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। রেলের জায়গায় সেখানে বাজার রয়েছে। ওই জায়গার মালিকানা বা নির্মাণ কাজ চালানোর অনুমতি সংশ্লিষ্ট দোকান মালিকের রয়েছে কি না তার নথি দেখাতে বলা হয়েছে। দেওয়াল তুলে টিনের দোতলা দোকান তৈরি হলেও পুরসভাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। পুরসভার বিল্ডিং বিভাগের মেয়র পারিষদ সীমা সাহা বলেন, “নির্মাণ স্থগিত রেখে তাদের নথিপত্র দেখাতে বলা হয়েছে। এ ভাবে দোকান তৈরির করা হচ্ছে অথচ পুরসভাকে কিছু জানানো হয়নি।”
|
দোকানে বাধা
নিজস্ব সংবদদাতা • শিলিগুড়ি |
পুজোর সময় ফুটপাথ আটকে খাবারের দোকান বসতে দেওয়া হবে না। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, রাস্তার জায়গা আটকে খাবারের দোকান বসলে যাতায়াতের সমস্যা হয়। সে কারণেই রাস্তার জায়গায় খাবারের দোকান বসতে দেওয়া হবে না। পুজোর দিনগুলিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলগুলির একাংশের তরফে ‘স্টল’ খোলা হয়। এখন পর্যন্ত ১৬ টি আবেদন জমা পড়েছে।
|
পুজোয় উপহার
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পুজো উপলক্ষে জলপাইগুড়ির মোহিতনগরের একটি হোমের ৬০ জন আবাসিককে পোশাক, বই খাতা এবং মিষ্টি উপহার দিয়েছে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের ছাত্র সংসদ। বৃহস্পতিবার ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা হোমে গিয়ে আবাসিকদের হাতে উপহার তুলে দেন। ছাত্র পরিষদ নেতা শৌভিক চৌধুরী বলেন, “শুধু রাজনীতিই নয়, সামাজিক কর্তব্য পালনও দায়িত্বের মধ্যে পড়ে।”
|
বৈঠকে কাটল জট
সংবাদসংস্থা • আলিপুরদুয়ার |
বৃহস্পতিবার বৈঠকে জট কাটল মধু চা বাগানের বোনাস সমস্যার। দুই দফায় শ্রমিকদের বোনাস দেবে মালিকপক্ষ।
|
জলপাইগুড়ি বারোপেটিয়া নতুনবস গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিন গ্রাম পঞ্চায়েত দফতর লাগোয়া ভারত নির্মাণ রাজীব গাঁধী সেবা কেন্দ্রের ভবনের উদ্বোধন করেছেন সদর ব্লকের বিডিও মল্লিকা সেনগুপ্তমজুমদার। এই ভবন থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার একশো দিনের কাজ পরিচালনা করা হবে। |