পুজো সংক্ষেপে

• থিম নেই। বদলে সাবেক মন্ডপ গড়েই মেতেছে হলদিবাড়ি পুজো কমিটিগুলি। পূর্বপাড়া সর্বজনীন, ক্ষুদিরামপল্লি, দেশবন্ধু স্পোর্টিং ক্লাব এবং উত্তরপাড়া সর্বজনীন শহরের বড় পুজোগুলির অন্যতম। পুজো পূর্বপাড়া সর্বজনীন শুকনো গমগাছের কারুকাজ মন্ডপ। সঙ্গে ডাকের সাজের মূর্তি। ক্ষুদিরামপল্লি সর্বজনীন তৈরি করছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে মণ্ডপ। চারদিনের বাউল গান। পাল্লা দিচ্ছে প্রোগ্রেসিভ অ্যাথেলেটিক ক্লাব, দেশবন্ধুনগর স্পোর্টিং ক্লাব, তালা কোম্পানি পাড়া, এবং উত্তরপাড়া সর্বজনীনও। হলদিবাড়িতে ১৬টি পুজো হচ্ছে।

• ছেলেবেলায় কানামাছি, লুকোচুরি বা নিদেনপক্ষে একবারও কুমিরডাঙা খেলেননি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। বর্তমানের ভিডিও গেমস বা ক্রিকেট খেলার আড়ালে পুরোনো দিনের খেলা হারিয়ে গিয়েছে এমন আক্ষেপও ইতিউতি শোনা যায়। সেই নস্টালজিয়া চাঙা করে নিতে একবার আসতেই হবে জলপাইগুড়ির সেনপাড়া সর্বজনীনের মণ্ডপে। পুরোনো দিনের বিভিন্ন খেলাই পুজোর থিম।

• পঞ্জিকার পৃষ্ঠার আদলে তৈরি মণ্ডপ। ১২ মাসের বিভিন্ন উৎসবের ছবি, রীতি, আচারের বর্ণনা পঞ্জিকার এক একটি পৃষ্ঠায়। মণ্ডপের চারপাশে ষষ্ঠীপুতুল, সামনে মা মনসার থান। এমনই অভিনব থিম জলপাইগুড়ির নতুন পাড়া আর জি পার্টির। এবারে ক্লাবের থিম বারো মাসে তেরো পার্বণ। দেবী প্রতিমায় শুধু মাথা ও হাতই দেখা যাবে।

• পুজো মানেই আড্ডা। জলপাইগুড়ি সমাজপাড়া সর্বজনীনের থিম যাই হোক না কেন পাড়ার সকলে মিলে জমজমাট আড্ডা এই পুজো আয়োজনের অপরিহার্য উপাদান। দক্ষিণ ভারতের মহিসূরের একটি মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। সাবেক ডাকের সাজের প্রতিমা।

• পুজোয় ছৌনাচ দেখতে চান। চলে আসতে হবে জলপাইগুড়ির প্রগতি ব্যামাগারের পুজো মণ্ডপে। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের নানা মুখোশ দিয়ে মণ্ডপের পাশাপাশি ছৌ নাচের সুযোগও। বহিরাগত শিল্পীরা পুজোর থেকে ছৌনাচের তালিম শুরু করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.