এসডিও অফিসে আত্মহত্যার চেষ্টা |
মহকুমাশাসকের কার্যালয়ের মধ্যেই এক অঙ্গনওয়াড়ি সহায়িকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুরে। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বাড়ি কাশীপুর থানা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে বছর পঁচিশের ওই তরুণী মহকুমাশাসকের কার্যালয়ের ভিতরে এসডিপি (রঘুনাথপুর) কুন্তল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে চেয়ারে বসে নিজের ব্যাগ থেকে বিষাক্ত ফল খান তিনি। তারপরেই অসুস্থ হয়ে পড়েন। রঘুনাথপুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের সুপার সুভাষ চন্দ্র ঘাঁটা বলেন, “তাঁর পাকস্থলী পরিস্কার করার পরে অবস্থা স্থিতিশীল হয়েছে।”এসডিপিও বলেন, “পরিবার ও বাইরের কিছু লোকজন অত্যাচার করছেন বলে তিনি জানিয়েছিলেন। কথাবার্তা অসংলগ্ন বলে ডেপুটি ম্যজিস্ট্রেট জিগীষেন্দ্র সিংহকে ডেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়। মানসিক অবসাদ থেকেই তিনি ওই কাণ্ড করেছেন বলে মনে হচ্ছে।” তাঁর মা বলেন, “মেয়ের মানসিক সমস্যা রয়েছে। অত্যাচারের অভিযোগও ঠিক নয়। আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।”
|
জগন্নাথ কিশোর কলেজের ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়ে যাওয়া ছাত্র দুর্গাপদ দত্ত বুধবার রাতে পুরুলিয়ায় ফিরে এলেন। সোমবার রাতে সে নিখোঁজ হয়। দুর্গাপদর অভিযোগ, ছাত্রাবাসে টিএমসিপির কিছু সদস্যের আপত্তিকর কাজের প্রতিবাদ করায় ওরা নির্যাতন চালায়। তাই ভাগলপুরে পালিয়ে গিয়েছিলাম।” টিএমসিপির জেলা সভাপতি গৌতম রায়ের দাবি, “মিথ্যা অভিযোগ। ছাত্রাবাসের বাকি আবাসিকরা অভিযোগ তোলেনি কেন?” তবে দুর্গাপদ এ নিয়ে অভিযোগ দায়ের করেননি।
|
বড়জোড়ার ৫১টি পুজো কমিটিকে ‘শারদ সম্মান’ দিল বড়জোড়া পঞ্চায়েত। ভাল ট্রাফিক পরিষেবা দেওয়ার জন্য বড়জোড়া থানার ৬ পুলিশ কর্মীকে রূপোর পদক দেওয়া হয়।
|
জেলা প্রশাসনের অনুমোদন পাওয়ার আগেই একশো দিন কাজ প্রকল্পে একটি পুকুর সংস্কার করে ফেলেছিলেন শ্রমিকেরা। কাজটি বার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল না। ফলে কুমুরশা পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে ওই কাজে মেলেনি মজুরি। শ’তিনেক শ্রমিক গত জুলাই থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান। |