শিক্ষকের ‘মারে’ জখম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল দুই শিক্ষকের বিরুদ্ধে। কান ফেটে যাওয়ায় শেখ সাদ্দাম নামে ওই ছাত্র বারাসত হাসপাতালে ভর্তি। দুই শিক্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসত থানায় অভিযোগ দায়ের করে ছাত্রটির পরিবার। শিক্ষকদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বারাসতে রায়পুর তেঁতুলতলার বাসিন্দা সাদ্দাম অশ্বিনীপল্লি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। অভিযোগে ছাত্রটির বাবা শেখ আলাউদ্দিন জানান, বুধবার স্কুল চলাকালীন জল খেতে বেরোলে বিজয় চট্টোপাধ্যায় নামে ইংরেজির এক শিক্ষক সাদ্দামকে বকাঝকা ও মারধর করেন। কান ফেটে রক্ত বের হতে থাকে সাদ্দামের। প্রধান শিক্ষকও সাদ্দামকে মারধর করেন বলে অভিযোগ। বারাসত হাসপাতালে চিকিৎসাধীন সাদ্দামের অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার শেখ আলাউদ্দিন বলেন, “প্রধান শিক্ষক এবং ওই শিক্ষকের এমন অমানবিক আচরণের জন্য শাস্তির দাবিতে বারাসত থানায় অভিযোগ জানিয়েছি।” প্রধান শিক্ষক শ্যামসুন্দর পাল বলেন, “অভব্য আচরণের জন্য ছাত্রটিকে আগেও কয়েক বার সাবধান করা হয়েছিল। বুধবার শুধু বকাঝকাই করা হয়। মারধরের অভিযোগ মিথ্যা।” |
ধৃত অস্ত্র ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
বাংলাদেশে অস্ত্র চোরাচালানে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় হেলেঞ্চা বাজার থেকে তালেব মণ্ডল নামে ওই অস্ত্র কারবারীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি স্থানীয় পাটকেলপোতা গ্রামে। সে-ই অস্ত্র চোলাচালন চক্রের পাণ্ডা বলে পুলিশের দাবি। তার কাছ থেকে পুলিশ ২০টি ১০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে। সম্প্রতি পুলিশ ওই কারবারে জড়িত থাকার অভিযোগে মহিউদ্দিন সর্দার নামে এক জনকে গ্রেফতার করে। তাকে জেরা করেই তালেবের সন্ধান মেলে বলে জানায় পুলিশ। এর আগেও তালেব একই অভিযোগে ধরা পড়ে। |
পাট্টা বিলি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সন্দেশখালি-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ৪৩ জন কৃষকের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অনিন্দ্য গৌতম, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের ব্লক আধিকারিক দীপক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম দাস। ব্লক সূত্রে জানা গিয়েছে, মোট ৩৩ জনকে যৌথ ও ১০ জনকে একক ভাবে জমির পাট্টা দেওয়া হয়েছে। |
দুর্ঘটনায় মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় বুধবার সন্ধ্যায় বনগাঁয় মৃত্যু হয়েছে দু’জনের। একটি দুঘর্টনা ঘটে বনগাঁর কালুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যশোহর রোড ধরে সাইকেলে করে যাচ্ছিলেন স্থানীয় পাঁচপোতা গ্রামের বাসিন্দা রাজকুমার বাছার (২২)। পিছন থেকে একটি ট্রাক এসে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্য দুর্ঘটনাটি ঘটে একমাইল পোস্ট এলাকার বনগাঁ-চাকদহ সড়কে। মামুদপুরের বাসিন্দা, মোটরবাইক আরোহী আইতুল মণ্ডল (১৮) ট্রাকের ধাক্কায় মারা যান। তাঁর সঙ্গে থাকা সফিকুল মণ্ডল গুরুতর জখম। |
বাংলাদেশি ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে আসার অভিযোগে বুধবার ১৬ জন বাংলাদেশিকে ধরল বসিরহাট থানার পুলিশ। অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৩ জনকে। |