প্যারিসের ডিজনিল্যান্ড, মালয়েশিয়ার গির্জা, কন্যাকুমারিকার বিবেকানন্দ রক, ভিন রাজ্যের মন্দির, আলোর ঝলকানি, কৃষ্ণনগরের প্রতিমা ও মনোরঞ্জনের জন্য বসছে মেলা। সব মিলিয়ে নদিয়ার বাদকুল্লা দুর্গাপুজো নিয়ে মেতেছেন উদ্যোক্তারা। সকলেই ব্যস্ত শেষ মুহুর্তের কাজ শেষ করতে। হাসপাতাল পাড়ার অনামী ক্লাবের পুজোয় এ বার থাকছে বিবেকানন্দের সার্ধশত বর্ষ উপলক্ষে কন্যাকুমারিকার আদলে পুজো মণ্ডপ। সিড়ি বেয়ে প্রায় ২৫ ফুট উঁচুতে উঠে দেখতে হবে পুঁতি ও আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরি প্রতিমা। শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে আলোকসজ্জা। সকলের মনোরঞ্জনের জন্য বসছে মেলা। পুজো কমিটির কোষাধ্যক্ষ হিমাদ্রি পাল বলেন, “এ বার বাজেট প্রায় ৯ লক্ষ টাকা। বেশিরভাগটাই সংগৃহীত ক্লাবের সদস্যদের কাছ থেকে। বাকিটা ৫২টা গ্রাম থেকে চাঁদা তুলে জোগাড় করা হবে। এত বড় পুজো হওয়া সত্ত্বেও স্পনসর মেলে না। তাই পুজো করতে সমস্যা হয়।”
কার্টুনের জগতে শেষ্ঠ ডিজনিল্যান্ড এ বার দেখা যাবে ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপে। মূলত প্লাইউড দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। পরিবেশ সচেনতার কথা মাথা রেখে থাকছে আলোকসজ্জা। থাকছে কৃষ্ণনগরের মৃৎ শিল্পী শংকর পালের প্রতিমা। ক্লাব সম্পাদক সুব্রত ব্রহ্ম বলেন, “এ বার বাজেট সাড়ে ৫ লাখ টাকা। অধিকাংশটাই সংগৃহীত হবে সদস্যদের কাছ থেকে।”
দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে ন্যাশনাল বয়েজ ক্লাবের পুজো মণ্ডপ। কৃষ্ণনগরের শিল্পীর হাতে তৈরি প্রতিমা অন্যতম আকর্ষণ। পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য তুলে ধরা হবে আলোকসজ্জায়। পুজোর ক’দিন বসছে মেলা। ৪৬ তম বর্ষে তাদের বাজেট ৪ লক্ষ ২৫ হাজার টাকা। দুঃস্থদের জন্য বিতরণ করা হবে শীত বস্ত্র।
মায়াপুরে নির্মীয়মাণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে ফেন্ডস ক্লাবের পুজো মণ্ডপ। অষ্টমীর দিন দুঃস্থদের মধ্যে দান করা হবে শীত বস্ত্র।
মালয়েশিয়ার একটি গির্জার অনুকরনে তৈরি হচ্ছে সুরভিস্থান যুবক সংঘের পুজো মণ্ডপ। কৃষ্ণনগরের প্রতিমা থাকছে এ বারের পুজোয়। বিভিন্ন ধরনের আলোকসজ্জাও থাকছে।
ওড়িশার একটি শিব মন্দিরের অনুকরনে তৈরি হচ্ছে গাংনী উদয়ন সংঘের পুজো মণ্ডপ। বড়-ছোট মিলিয়ে এ বার বাদকুল্লায় প্রায় ৩০টি পুজো হচ্ছে। |