টুকরো খবর
পুনর্বহালের দাবি, বিক্ষোভ
কাজে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন রেনুকা সুগারের ছাঁটাই ঠিকাশ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার মহকুমাশাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখান রানিচকে চিনি প্রস্তুতকারী সংস্থার ছাঁটাই হওয়া ২২ জন ঠিকাশ্রমিক ও তাঁদের পরিবার। মহকুমাশাসক শঙ্কর নস্কর বিষয়টি নিয়ে সহ-শ্রম আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। সহ-শ্রম আধিকারিক তানিয়া দত্ত বলেন, “আমি ওঁদের অভিযোগ আগেই জেনেছি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ৮ নভেম্বর সব পক্ষকে ডেকে পাঠানো হয়েছে।” উৎপাদনের হার কমছে কারণ দেখিয়ে গত বছর ১০ ডিসেম্বর ৬১৩ জন ঠিকাশ্রমিককে ছাঁটাই করেন ওই কারখানা কর্তৃপক্ষ। চলতি বছরের গোড়ার দিকে শ্রমিকদের চূড়ান্ত বিক্ষোভের মুখে পড়ে সরকারি প্রতিনিধি, ইউনিয়ন ও কারখানা কর্তৃপক্ষ ত্রিপাক্ষিক বৈঠকে বসেন। ছাঁটাইদের থেকে ৩১৮ জন শ্রমিককে পুনর্বহাল করেন কারখানা কর্তৃপক্ষ। বাকি ছাঁটাই শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। কিছু শ্রমিক এখনও সেই ক্ষতিপূরণ না নিয়ে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। পাশে দাঁড়িয়েছে হলদিয়া গণজাগরণ মঞ্চ। এ দিন ওই ছাঁটাই শ্রমিকেরা মহকুমাশাসকের অফিসে গিয়ে কাজে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখান। আন্দোলনের উপস্থিত দীনেশ প্রামাণিক, রামপদ বাগের অভিযোগ, “আমরা জমি দিয়েছিলাম কারখানা গড়ার সময়। আচমকা এই ছাঁটাই আমরা মানছি না। আমাদের কাজ ফিরিয়ে দিতে হবে।”

বামফ্রন্টের অবস্থান-বিক্ষোভ
প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ, সার-ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি, রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ও জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার তমলুকে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ-অবস্থান করল পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট। এ দিন জেলার বিভিন্ন স্থান থেকে বামফ্রন্ট সমর্থকরা জেলাশাসকের অফিসের সামনে জড়ো হন। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলে। জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএম জেলা সম্পাদক কানু সাহু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা, নিরঞ্জন সিহি, প্রশান্ত প্রধান, চক্রধর মেইকাপ, সিপিআইয়ের জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়া, ফব নেতা বিশ্বনাথ সিংহ, আরএসপি নেতা জয়ন্ত দাসমহাপত্র প্রমুখ ভাষণ দেন। বিক্ষোভসভায় জেলা বামফ্রন্ট আহ্বায়ক কানু সাহু অভিযোগ করেন, “কেন্দ্রে সরকার জনবিরোধী প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ অনুমোদনের পাশাপাশি সার, গ্যাস, ডিজেল, পেট্রোলের মূল্য বাড়াচ্ছে। অন্য দিকে তৃণমূল পরিচালিত রাজ্যে গত দেড় বছরে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।” সভায় সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি অভিযোগ করেন, “তৃণমূল পরিচালিত জেলা পরিষদ জেলার উন্নয়ন প্রকল্পগুলির কাজে ব্যর্থ। ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত শ্রমদিবসের চেয়ে অনেক বেশী শ্রমদিবস দেখিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা চালানো হচ্ছে। জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছে।” বিক্ষোভসভা চলাকালীন জেলা বামফ্রন্টের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।

ডাইন অপবাদে খুন, ধৃতদের জেল
ডাইন অপবাদে তিন আদিবাসী মহিলাকে মেরে নদীর ধারে পুঁতে দেওয়ার ঘটনায় আগেই পাঁচ মহিলা-সহ সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের ঘাটাল আদালতে হাজির করানো হয়। বিচারক সকলকেই ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার দুবরাজপুরে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। কুসংস্কারের বলি হন প্রৌঢ়া ফুলমণি সিংহ, তাঁর মেয়ে শম্বরী এবং পড়শি বাড়ির মেয়ে আর এক শম্বরী সিংহ। ঘটনায় মোট ৪৫ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। প্রধান অভিযুক্তরা এখনও অধরা। তাদের খোঁজে দুবরাজপুর ও পাশের গ্রাম হরিরাজপুরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি। সংগঠনের মতে, গোটা ঘটনাটি রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার। সংগঠনের তরফে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয় বৃহস্পতিবার। তার আগে হয় অবস্থান-বিক্ষোভ। অবিলম্বে সব অভিযুক্তকে গ্রেফতারের দাবিতেই এই কর্মসূচি বলে সংগঠনের জেলা নেত্রী আভা চক্রবর্তী জানিয়েছেন।

‘মাওবাদী’ ধৃত
জঙ্গলে অভিযান চালিয়ে এক মাওবাদীকে ধরল পুলিশ। বৃহস্পতিবার সকালে বিনপুরের মালাবতির জঙ্গল থেকে সনাতন সর্দার নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছেন ঝা ড়গ্রামের এসপি ভারতী ঘোষ। ধৃতের বাড়ি বেলপাহাড়ির নিশ্চিন্তিপুর গ্রামে। এসপি’র দাবি, বেলপাহাড়িতে রাষ্ট্রদ্রোহ, খুন ও হামলা-নাশকতার ৬টি মামলার অভিযুক্ত সনাতন মাওবাদী নেতা মদন মাহাতোর স্কোয়াডের সদস্য। মাওবাদী স্কোয়াডে সনাতন মূলত ল্যাণ্ডমাইন বানানো ও ফাটানোর দায়িত্ব পালন করতেন বলে এসপি’র দাবি। ধৃতকে শুক্রবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হবে। এ দিনই লালগড়ের রামগড় এলাকার বাঁকিশোল থেকে একটি মোটর বাইক, একটি মাস্কেট ও একটি হাতকামান উদ্ধারের দাবি করেছে সিআরপি।

কম্পিউটার কক্ষে আগুন
পাঁশকুড়া বনমালী কলেজের কম্পিউটার কক্ষে আগুন লেগে ক্ষয়ক্ষতি হল। বৃহস্পতিবার বিকেলে কলেজের মুল ভবনের দোতলায় কমার্স বিভাগের কম্পিউটার রুমে আগুন লাগে। সেই সময় ওই বিভাগে কোনও ছাত্র-ছাত্রী ছিলেন না। কলেজের অডিটোরিয়ামে নতুন ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান চলছিল। কলেজের দোতলায় ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায়। কলেজের ছাত্ররাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ ঘোষ বলেন, “প্রাথমিক ভাবে অনুমান শটসার্কিটের ফলেই আগুন লেগেছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.