|
পুজোর ফ্রেম |
সুভাষপল্লি
সেবা সমিতি |
|
ঠিকানা: সুভাষপল্লি, খড়্গপুর।
বয়স: ১১তম বর্ষ।
ভিড় টানতে: স্পেনের স্কোয়ার ইন সেভিলা রাজপ্রাসাদের আদলে মণ্ডপ। থাকবে থার্মোকলের সুদৃশ্য
কাজ। প্রতিমা পোড়ামাটির। মেলা বসবে পুজোর মাঠে। থাকবে বস্ত্র বিতরণ কর্মসূচিও।
খরচাপাতি: প্রায় ১৫ লক্ষ টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: প্রতি বছর নতুন কিছু করার চেষ্টা করি। তাই এই থিম। পুজোর মাঠে মেলা বসবে। নজর থাকবে পরিবেশের উপরেও। সামাজিক দায়বদ্ধতা থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন।
কমল কুণ্ডু, পুজো উদ্যোক্তা
|
|
নবীন চোখে: বাড়ির সামনেই মণ্ডপ। বেশিটা ওখানেই থাকি। বান্ধবীরা আসে। একসঙ্গে ঘুরতে বেরোই। খুব মজা করে সময় কাটে। এত আনন্দে কীভাবে পুজোর ক’টা দিন পেরিয়ে যায়, বুঝতেই পারিনা।
রশ্মিতা ঘোষ, স্কুল ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: আগের থেকে পুজোর আড়ম্বর বেড়েছে। ক’টা দিন এলাকার সকলে মিলে মণ্ডপে আসেন, আনন্দ করেন, ভালো লাগে। যত দিন যাচ্ছে পুজো ও মেলা ঘিরে উৎসাহ-উদ্দীপনা যেন ততই বাড়ছে।
বীরেশ্বর মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত রেলকর্মী |
|
|