|
পুজোর ফ্রেম |
ভুলাভেদা
সর্বজনীন |
|
ঠিকানা: ভুলাভেদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।
বয়স: ৩৭তম বর্ষ।
ভিড় টানতে: সপ্তমী ও অষ্টমীতে বিচিত্রানুষ্ঠান। নবমীতে আদিবাসী লোকনৃত্য। থাকবে মহিলাদের শঙ্খবাদন
প্রতিযোগিতা। দশমীতে নিরঞ্জনের আগে মঙ্গলঘট মাথায় নিয়ে বিদায়ে সামিল হন বাসিন্দারা।
খরচাপাতি: প্রায় ৬০ হাজার টাকা বাজেট। |
|
|
|
কোমর বেঁধে: এলাকার মধ্যে এটি একমাত্র সর্বজনীন পুজো। অর্থের জাঁক না থাকলেও আন্তরিকতায় খামতি নেই। অনুষ্ঠানে মূলত: স্থানীয় শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়। তা দেখতে দূর থেকে অনেকে আসেন।
সাধনচন্দ্র হালদার, পুজো কমিটির সম্পাদক
|
|
নবীন চোখে: প্রতি বছর পুজোর চারদিন পুজো মণ্ডপেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কেটে যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করি। পুজোর সময় প্রবাসে থাকা আত্মীয়রা আসেন। ‘চাঁদের হাট’ বসে যায়।
মনীষা হালদার, স্কুল ছাত্রী |
|
|
|
প্রবীণ চোখে: শুরু থেকেই এই পুজো দেখছি। আগে দায়িত্বেও ছিলাম। এখনও এই পুজোয় ষোলো আনা সাবেকিয়ানা আছে। গত কয়েক বছরের দুঃস্বপ্নের অতীত ভুলে দেবীর কাছে শান্তির প্রার্থনা জানাই।
পঙ্কজকুমার মণ্ডল, অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক |
|
|