কেপি-কে নিয়েই ভারত সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিজেদের দেশে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় টেক্সট মেসেজ-কেলেঙ্কারির জেরে কেভিন পিটারসেন জাতীয় দলে শুধু ব্রাত্যই হয়ে পড়েননি, তাঁর ক্রিকেট-ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে উঠেছিল। আবার কেপি-হীন ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ অটুট রাখা তো দূর অস্ত, সুপার এইটের বাধাই টপকাতে পারেনি। অন্য দিকে, দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিটারসেনের ব্যাট ভালই ঝলসাচ্ছে। এই পরিস্থিতিতে কয়েক বছর আইপিএল খেলার অভিজ্ঞতাপুষ্ট, বত্রিশ বছরের পিটারসেনকে এ দিন আসন্ন ভারত সফরের জন্য কিছুটা নাটকীয় ভাবেই ইংল্যান্ড টেস্ট দলে ফের ডেকে নেওয়া হল।
ইংল্যান্ড ক্রিকেটমহলে খবর ছিল, জাতীয় দলের কোচ-সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এক টেবিলে বসলেই পিটারসেনের ওপর থেকে ‘ব্যান’ তুলে নেওয়া হবে। সেই মতো এ সপ্তাহের গোড়ায় এক বার ছেড়ে একাধিক বার অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালাস্টেয়ার কুকদের সঙ্গে বৈঠক করেছিলেন পিটারসেন। ইসিবি ম্যানেজিং ডিরেক্টর হিউজ মরিস, অন্যতম জাতীয় নির্বাচক জিওফ মিলাররা একমত, “আমরা খুব আগ্রহী ছিলাম দেখতে যে, পরের সপ্তাহে প্রথমে আমিরশাহি তার পরে ভারত সফরের উদ্দেশ্যে ইংল্যান্ড দল রওনা হওয়ার আগে কেভিন টিম ম্যানেজমেন্টের সঙ্গে সব মিটমাট করে নিচ্ছে। সেটাই ঘটেছে। এবং কেভিনের মতো দক্ষ এক জন ক্রিকেটারকে ইংল্যান্ড দলে স্বাগত জানাতে পেরে আমরা খুশি।” সোজা কথায় ভারত সফরের আগে পিটারসেন নিয়ে ইংল্যান্ড ক্রিকেটে ফিল গুড পরিবেশ। কেপি নিয়ে মধুরেণ সমাপয়েত। |