অরবিন্দকে উপেক্ষাই কৌশল কংগ্রেস, বিজেপির
দুর্নীতির প্রশ্নে একে অপরকে আক্রমণ করলেও অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ নিয়ে রা কাড়ল না কংগ্রেস-বিজেপি কোনও পক্ষই। অরবিন্দ যেমন দু’দলের থেকেই সমান দূরত্ব বজায় রাখতে চাইছেন, তেমন দেশের দুই প্রধান দলও দূরত্ব রেখেই অপ্রাসঙ্গিক করে দিতে চাইছে তাঁকে।
এর আগে রবার্ট বঢরা বা কংগ্রেস নেতা সলমন খুরশিদের বিরুদ্ধে যখন অভিযোগ তুলেছেন অরবিন্দ, তখন তা নিয়ে বিশেষ সরব হয়নি বিজেপি। নেতারা একান্তে বলেছিলেন, “আজ অরবিন্দ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। কাল যে আমাদের বিরুদ্ধে করবেন না, নিশ্চয়তা কী! কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগকে গুরুত্ব দিলে আমাদের বিরুদ্ধে অভিযোগও গুরুত্ব পেয়ে যাবে।”
বিজেপি-র আশঙ্কা সত্যি করে গত কাল খোদ দলীয় সভাপতি নিতিন গডকড়ীর বিরুদ্ধে মুখ খুলেছেন অরবিন্দ। কিন্তু বিজেপি-র কৌশল অবলম্বন করে সেই অভিযোগ নিয়ে বিশেষ সরব হয়নি কংগ্রেসও। অথচ আজই বিজেপি-শাসিত কর্নাটকে গিয়ে দুর্নীতি নিয়েই বিজেপি-কে আক্রমণ করেছেন সনিয়া। বলেছেন, দুর্নীতির মতো ‘ক্যানসার’ রোধে সবথেকে বেশি পদক্ষেপ করেছে কংগ্রেসই। আর বিজেপি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। সংসদে দুর্নীতি রোধে আনা বিলও আটকে রেখেছে তারা। অন্য দিকে, আজ দুপুরে হঠাৎ সাংবাদিক বৈঠক ডাকলেও অরবিন্দের অভিযোগ নিয়ে একটা শব্দও খরচ করলেন না কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদী। পরোক্ষে অরবিন্দের প্রসঙ্গ আজ এক বারই তোলেন জনার্দন। বলেন, “যাঁরা নতুন রাজনীতিতে আসতে চাইছেন, তাঁরা যে ভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই অভিযোগ করতে শুরু করেছেন, সেটি মোটেই সুষ্ঠু লক্ষণ নয়।” আর মুলায়ম সিংহ যাদবের মন্তব্য, “কেজরিওয়াল মনে করেন, সবাই দুর্নীতিগ্রস্ত। ওঁকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। কিছু দিন পরে নিজেই কাহিল হয়ে পড়বেন।”
বিজেপি সুকৌশলে অরবিন্দ এবং তাঁর টিমের সদস্যদের বিরুদ্ধে প্রচার শুরু করেছে। যেমন অঞ্জলি দামানিয়ার বিরুদ্ধে জমি বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে। আজ প্রাক্তন আইএএস ওয়াই পি সিংহ মুম্বইয়ে শরদ পওয়ার ও তাঁর পরিবারের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেও তাঁর মূল নিশানা কিন্তু ছিলেন অরবিন্দই। তিনি বলেন, “পওয়ারের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির যাবতীয় নথি অরবিন্দকে দিয়েছি। কিন্তু আমি বিস্মিত কেন তিনি এই নিয়ে এখনও নীরব। গডকড়ীর বিরুদ্ধে সামান্য একটি বিষয় তুললেন। অথচ পওয়ারের দুর্নীতি নিয়ে কিছু বলছেন না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.