বাড়িতে মিলল মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভাড়া বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের জে বি মিত্র লেনে ঘটনাটি ঘটেছে। পুলিশের দাবি, লক্ষ্মী সরকার (২৭) নামে ওই মহিলা যৌনকর্মী ছিলেন। তাঁর ঘর থেকে পিঙ্কু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পিঙ্কু শেখের বাড়ি নদিয়ার শান্তিপুরে। কিছু দিন আগে থেকে তিনি বর্ধমানের গোদায় থাকছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, লক্ষ্মীদেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে তিনি এলাকার অপর যৌনকর্মীদের জানান, লক্ষ্মী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। প্রতিবেশীরা রাতে দু’জনের বচসা শুনতে পেয়েছিলেন। তাই তাঁরা পিঙ্কুকে ধরে রেখে পুলিশে খবর দেন।
|
ফল প্রকাশিত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ও বিকম পার্ট ১-এর অনার্স ও পাস পাঠ্যক্রমের ফল প্রকাশিত হল। বিএসসি অনার্সে ৭৫৮৬ জনের মধ্যে উত্তীর্ণ ৩৫৮৪ জন। পাশের হার শতকরা ৪৭.২৫। পাস পাঠ্যক্রমের ২৪৫৩ জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ৮০২। পাশের হার শতকরা ৩২.৬৯। বিকম পার্ট-১ অনার্সে ২৮৯৯ জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ১৬৫৩। পাশের হার শতকরা ৫৭.০২। বিকম পাস পাঠ্যক্রমে ২০০৫ জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ১২৯৩। প্রতিটি বিভাগেই অবশ্য পাশের হার বেড়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায়। |