অধরা অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মামলা রুজুর দু’দিন পরেও কোচবিহারে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের খোঁজ মেলেনি। শনিবার স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে মোটর সাইকেলে তুলে নিয়ে দুই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার রাতে পুলিশে অভিযোগ হয়। বুধবারেও ওই ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ কংগ্রেস সমর্থকরা এ দিন পথ অবরোধ করে।
|
শিশুপুত্রকে ছুড়ে খুন
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
চার বছরের ঘুমন্ত শিশুপুত্রকে বিছানা থেকে তুলে পুকুরে ছুড়ে ফেলে খুন করার অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন দিনমজুর বাবার বিরুদ্ধে। ক্ষুব্ধ জনতা বাবাকে ধরে বেধড়ক পেটায়। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ থানার কৃষ্ণপুরে ঘটনাটি ঘটে। বুধবার মৃত শিশুর মামার অভিযোগের ভিত্তিতে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম নির্ময় সরকার ওরফে দীপ। বাবা প্রণব সরকার। অভিযোগ, বুধবার রাতে খাওয়ার পরে নির্ময় বিছানায় ঘুমিয়ে ছিল। ওই সময় ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে তুলে পুকুরে ছুড়ে ফেলে দেন বাবা। শব্দ পেয়ে প্রতিবেশীরা পুকুরের দিকে ছুটে যেতে বাবাকে পালাতে দেখে। জনতার একাংশ পুকুর থেকে কান্নার শব্দ পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ওই ঘটনায় উত্তেজিত প্রতিবেশীরা বাবাকে ধরে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তিকে উদ্ধার তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
|
পুজোয় মিনার ঘড়ি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পুজোর আগে ‘টাওয়ার ক্লক’ চালু করছে কোচবিহার পুরসভা। হরিশ পাল চৌপথী এলাকায় ঘড়ির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ঘড়িটি বাজবে। চেয়ারম্যান বীরেন কুন্ডু জানান, রাজাদের আমলে কোচবিহারে কামান দেগে সময় জানানোর রেওয়াজ ছিল। সেটা মাথায় রেখেই ২০ লক্ষ টাকা খরচ করে ওই টাওয়ার ক্লক চালু হচ্ছে।
|
অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারের বিরুদ্ধে অতিরিক্ত ভাতা তোলার অভিযোগ তুলে কলেজ চত্বরে বুধবার বিক্ষোভ দেখাল টিএমসিপি। টিএমসিপি’র জেলার পর্যবেক্ষক প্রিয়ব্রত দুবে জানান, সরকারি নির্দেশ অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষরা প্রতি মাসে বেতনের সঙ্গে ৫০০ টাকা করে সরকারি ভাতা পাওয়ার কথা। কিন্তু দিলীপবাবু প্রতিমাসে ১০-১২ হাজার টাকা করে তুলেছেন। দিলীপবাবু বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিমাসে আমার মূল বেতনের (বেসিক) ২০ শতাংশ হারে সরকারি ভাতা দিয়েছেন। আমার নিজে থেকে টাকা তোলার কোনও ক্ষমতা ছিল না। এতে আমার কী করার আছে। বিশ্ববিদ্যালয় কোনও নির্দেশ দিলে তা পালন করব।”
|
বেতন চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পুজোর আগে বেতন না পেয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকারা। বুধবার চোপড়ায়। অভিযোগ, ২ মাস বেতন বন্ধ।
|
পেট্রল পাম্পে লুঠ
নিজস্ব সংবাদদাতা • করণদিঘি |
বুধবার চিতপোখ এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক পেট্রল পাম্প থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মোটরবাইকে ছয় দুষ্কৃতী হানা দেয়। |