পরিষেবার মান বাড়াতে ৩৫টি নতুন বাস কিনল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ (এনবিএসটিসি)। এর মধ্যে পুজোর মুখে নতুন ১০টি বাস রাস্তায় নামানো হচ্ছে। আজ, বৃহস্পতিবার কলকাতায় বাসগুলির উদ্বোধন হবে। পরিবহণ মন্ত্রী মদন মিত্র, নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় প্রমুখ উপস্থিত থাকবেন। কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ ও বহরমপুর ডিভিশনে বাসগুলি ভাগ করে দেওয়া হচ্ছে। ১৫ নভেম্বরের মধ্যে বাকি ২৫টি বাস রাস্তায় নামানোর বিষয়টিও চূড়ান্ত হয়ে গিয়েছে। নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “প্রায় ৬ কোটি টাকা খরচ করে ৩৫টি বাস কেনা হয়েছে। আজ ১০টি নতুন বাস রাস্তায় নামানো হচ্ছে। নভেম্বরে বাকি ২৫ টিবাস রাস্তায় নামানো হবে।কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ডিস্পোজল’র (ডিজিএসডি) মাধ্যমে ওই বাস গুলি কেনা হয়েছে বলে নিগমের প্রায় আড়াই কোটি টাকা সাশ্রয় হয়েছে।” নিগম সূত্রের খবর, প্রতিটি বাসের বাজার দর গড়ে ২৩ লাখ ৮৭ হাজার টাকা। কেন্দ্রীয় সংস্থা ডিজিএসডি’র মাধ্যমে রাজ্য সরকার একাধিক বাস একসঙ্গে কিনলে ছাড়ের নিয়ম রয়েছে। তাতে ৩৫টি বাস কেনার জন্য আবেদন জানানো হলে তা গৃহীত হয়। এতে এক একটি বাস প্রতি খরচ হয়েছে ১৬ লাখ ৮৭ হাজার টাকা। নিগমের চেয়ারম্যান গৌতমবাবু বলেন, “কেন্দ্রের চালু ওই নিয়ম মেনে আগে কখনও নিগমের বাস কেনা হয়নি।” যে ১০টি বাস রাস্তায় নামানো হচ্ছে তার মধ্যে দুটি ডিলাক্স, বাকি ৮টি বড় বাস রয়েছে। কোচবিহার ডিভিশনের জন্য ৩টি বাস দেওয়া হচ্ছে। শিলিগুড়ি, রায়গঞ্জ ও বহরমপুর ডিভিশনে দেওয়া হবে ২টি করে নতুন বাস। কোচবিহার ডিভিশনের বাসগুলি মাথাভাঙা-সিতাই, সিতাই-শিলিগুড়ি, দিনহাটা-শিলিগুড়ি রুটে চালানো হবে। শিলিগুড়ি ডিভিশন থেকে চালানো হবে শিলিগুড়ি-কলকাতা ও শিলিগুড়ি রায়গঞ্জ রুটের বাস। রায়গঞ্জ ডিভিসন ফরাক্কা-দুর্গাপুর, বালুরঘাট-বহরমপুর রুটে ও বহরমপুর ডিভিশন থেকে বহরমপুর-হাবড়া, বহরমপুর-দুর্গাপুর রুটে বাসগুলি চালানো হবে। |