টুকরো খবর |
ঝাড়গ্রামে বিজেপি’র নতুন জেলা কমিটি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি’র ঝাড়গ্রাম জেলা কমিটি গঠিত হল। বুধবার দুপুরে দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের উপস্থিতিতে এক শোভাযাত্রা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। এরপর স্থানীয় দেবেন্দ্রমোহন মঞ্চে দলীয় সভায় নতুন ঝাড়গ্রাম জেলা কমিটি গঠিত হয়। দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি হন বর্ষীয়ান নেতা পঞ্চানন হাঁসদা। রাহুলবাবু জানান, সাংগঠনিক কাজের সুবিধার জন্যই ঝাড়গ্রাম জেলা কমিটি গঠিত হল। এফডিআই প্রসঙ্গে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেও ঝাড়গ্রাম জেলা ভাগের সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানান রাহুলবাবু। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “রাজ্য ও কেন্দ্রের জনবিরোধী নীতির জন্য এ রাজ্যে আমাদের সমর্থন বাড়ছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য কোমর বেঁধে তৈরি হোন।” বিজেপি’র পশ্চিম মেদিনীপুর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরূপ দাস জানান, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার ৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী রাহুলবাবুর হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেছেন। |
ব্যাঙ্কে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঝাড়গ্রাম শাখার গাফিলতির কারণে গোপীবল্লভপুর-১ ব্লকের ২২০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৪১৯ জন কর্মী ও সহায়িকা পুজোর বোনাস-সহ বেতন পাচ্ছিলেন না বলে অভিযোগ। গত দশ-বারো দিন ধরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই কর্মী ও সহায়িকাদের ঘোরাচ্ছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত বুধবার ওই মহিলারা ব্যাঙ্কের ম্যানেজার এস কে শ্রীবাস্তবকে ঘেরাও করতেই মুহূর্তে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। ব্যাঙ্ক ম্যানেজারের সাফাই, প্রযুক্তিগত সমস্যায় প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে দেরি হয়েছে। গোপীবল্লভপুর-১ ব্লকের সিডিপিও (শিশু বিকাশ প্রকল্প আধিকারিক) দীপককুমার রায় বলেন, “গত ৫ অক্টোবর ওই কর্মী-সহায়িকাদের বোনাস ও বেতন বাবদ ৩১ লক্ষ ৮৬ হাজার টাকার চেক ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে পুজোর মুখে বিড়ম্বনায় পড়তে হয় মহিলাদের।” তবে বিক্ষোভের পরেই অ্যাকাউন্টে টাকা জমা পড়ায় ওই মহিলাদের প্রশ্ন, “গত দু’সপ্তাহে যা হচ্ছিল না, বিক্ষোভের পরেই সেই ত্রুটি সেরে গেল কীভাবে?” সদুত্তর দিতে পারেননি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। |
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সৌরজগতের নতুন রূপ’ শীর্ষক আলোচনাসভা হল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনে। বুধবারের এই অনুষ্ঠানের মুখ্য বক্তা বিড়লা তারামণ্ডলের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারি। ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন অধ্যাপক বিধানচন্দ্র রায়, স্কুলের প্রধানশিক্ষক হরিদাস ঘটক। |
বিদ্যাসাগরের ফল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ অর্থাৎ বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বি কম পার্ট-২ এর ফল প্রকাশিত হবে। কলেজ থেকে ফল জানতে পারবেন পড়ুয়ারা। ইন্টারনেটেও ফল জানা যাবে (vidyasagar.ac.in)। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক নিরঞ্জন মণ্ডল জানান, সংশ্লিষ্ট কলেজ থেকে মার্কশিট মিলবে। |
|