ক্যানসারের সঙ্গে লড়াইয়ে তিনি ছিলেন বরাবরের যোদ্ধা। যুবরাজ সিংহের কাছে জীবন্ত অনুপ্রেরণা। তাঁর সংস্থা ‘লিভস্ট্রং’ ক্যানসার আক্রান্ত রোগীদের স্বপ্ন দেখিয়েছে বেঁচে থাকার জন্য। আর আজ, ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে নিজের হাতে তৈরি সেই সংস্থা থেকে নিজেকেই সরিয়ে নিতে বাধ্য হলেন লান্স আর্মস্ট্রং।
বুধবার এই কিংবদন্তি সাইক্লিস্ট জানিয়ে দিলেন, লিভস্ট্রং চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান পদ থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ আর্মস্ট্রং চান না, তাঁকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রভাবে এই সংগঠনের কাজের ক্ষতি হোক। সপ্তাহখানেক আগেই যুক্তরাষ্ট্রের ডোপ বিরোধী এজেন্সি এক রিপোর্টে পরিষ্কার করে দিয়েছে, কী ভাবে ডোপিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন আর্মস্ট্রং। এর পরে বিতর্কের মাত্রা আরও তীব্র হয়। এখানেই শেষ নয়। আর্মস্ট্রংয়ের সরে দাঁড়ানোর দিনে তাঁকে ছেড়ে গেল স্পনসর নাইকি-ও। এও শোনা যাচ্ছে, সিডনি অলিম্পিকে যে ব্রোঞ্জ পদক আর্মস্ট্রং জিতেছিলেন, তা কেড়ে নেওয়া হতে পারে তাঁর কাছ থেকে।
এর আগে মনে করা হচ্ছিল, অলিম্পিক পদকটা হয়তো থেকে যাবে আর্মস্ট্রংয়ের কাছেই। কিন্তু পরিস্থিতি আবার বদলে গিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট টমাস বাখ জানিয়েছেন, তাঁরা আগে দেখতে চান আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন কী সিদ্ধান্ত নেয় আর্মস্ট্রংকে নিয়ে। তার পরে তাঁরা ঠিক করবেন, অলিম্পিক ব্রোঞ্জ পদক কেড়ে নেওয়া হবে কি না। আর্মস্ট্রং আজ এক বিবৃতিতে বলেছেন, “আমার ক্যানসার চিকিৎসা যখন শেষ দিকে, তখন এই ফাউন্ডেশনটা তৈরি করি। এটা আমার কাছে গর্বের যে একটা স্বপ্নকে এমন জায়গায় নিয়ে যেতে পেরেছি, যেখানে আজ বিশ্বের ২৫ কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু আমি চাই না, আমাকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা ফাউন্ডেশনে প্রভাব ফেলুক।” পদ থেকে সরে গেলেও বোর্ডে থাকবেন আর্মস্ট্রং। |