আপনার মুখোমুখি
নজরে আছে খেলাধুলার মানোন্নয়ন |
গত ২৯ সেপ্টেম্বর মেদিনীপুর শহরের ফেডারেশন হলে আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন
মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি। নানা দাবি-দাওয়া, প্রাপ্তি-প্রত্যাশার বিষয়
ওঠে আলোচনায়। সঞ্চালনায় ছিলেন সুমন ঘোষ। বাছাই প্রশ্নোত্তরের দ্বিতীয় ও শেষ পর্ব আজ। |
একটু রাত হলেই স্টেশন থেকে অটো, রিকশা উধাও হয়ে যায়। যাঁরা আমতলা বা ধর্মা যেতে চান, তাঁদের দুর্ভোগে পড়তে হয়। রিকশা চালকেরাও দ্বিগুণ ভাড়া চান। এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি মিলবে কবে?
জয়দীপ নন্দী, বেসরকারি সংস্থার কর্মী
শহরে ছোট বাস চালানোর জন্য এক বার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ১৬ আসন বিশিষ্ট বাসগুলি শহরে চালানো গেলে অটো বা রিকশা চালকেরাও বেশি ভাড়া দাবি করতে পারতেন না। কিন্তু বাস মালিকেরা লাভ হবে না বলে রাজি হননি। যদি কোনও সংস্থা বা ব্যক্তি এগিয়ে আসেন, তাহলে আমরা শহরে বাস চালু করতে পারি।
|
নানা জটিলতায় সাব ডিভিসন লিগের খেলাগুলি বন্ধ হয়ে গিয়েছে। যা হচ্ছে তা স্কুল বা কলেজের। সাব ডিভিসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে গিয়েছে। নতুন কমিটিও তৈরি হয়নি। যদি প্রশাসনিক হস্তক্ষেপে দ্রুত কমিটি তৈরি করে খেলাগুলি চালু করা যায় ভাল হয়।
ইন্দ্রজিৎ পানিগ্রাহী, রেফারি
এ বিষয়ে মহকুমাশাসকের সঙ্গে আলোচনা করব। খেলাধূলার চর্চা করলে সুস্থ সংস্কৃতি থাকে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
|
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
আমাদের জেলায় মেডিক্যাল কলেজ, আইন কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। আছে আইআইটি-র মতো বড় প্রতিষ্ঠানও। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার কোনও কলেজ নেই। ইঞ্জিনিয়ারিং কলেজ হলে ভাল হয়। গরিব মানুষদের আরও বেশি করে বিমার আওতায় নিয়ে আসার জন্য এমকেডিএ-র কোনও পরিকল্পনা রয়েছে কী?
অশোক দে, বিমা কর্মী
এটা ঠিক যে জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। রাজ্য সরকার যাতে এ বিষয়ে উদ্যোগী হয়, সে জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব। সাধারণ দরিদ্র মানুষজনকে বিমার আওতায় নিয়ে আসার জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। সেগুলি দ্রুত রূপায়ণ করার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করব।
|
খড়্গপুরে বাসস্ট্যান্ডে যাত্রীদের বসার জন্য প্রতীক্ষালয় নেই। সন্ধের পর থেকেই এলাকাটি অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে দাঁড়ায়। এমকেডিএ কী এই নিয়ে কিছু ভাববে? খড়্গপুরে যে স্টেডিয়াম রয়েছে তা রেলের। খেলাধূলোর আয়োজন করতে গেলে শুধু অনেক টাকা দিতে হয় তা নয়, প্রচুর ঝক্কি পোয়াতে হয়। সাধারণদের খেলাধূলার জন্য কী স্টেডিয়ামের ব্যবস্থা করা যায় না?
কৌশিক চক্রবর্তী, শিল্পী।
আমিও এক সময় বাসে যাতায়াত করেছি। ওটা রেলের জায়গা। ওরা কাজ করতে দেয় না। এটাই সমস্যা। স্টেডিয়ামের ব্যাপারে কী করা যায় তা নিয়ে খড়্গপুর পুরসভার চেয়ারম্যান ও বিধায়কের সঙ্গে আলোচনা করব।
|
মেদিনীপুরে আবর্জনা পরিষ্কার হয় না ঠিকমতো। এছাড়া মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে সন্ধের পর অসামাজিক কার্যকলাপ বাড়ছে।
প্রবীর সরখেল, ব্যাঙ্ক অফিসার
আবর্জনা ফেলার ব্যাপারে পুরসভার একটি আলাদা দফতর রয়েছে। কিন্তু, তা সত্ত্বেও ঠিক মতো কাজ হচ্ছে না। এ বিষয়ে পুরসভার সঙ্গে কথা বলব। কলেজ মাঠের অসামাজিক কার্যকলাপের অভিযোগও বেশ কিছুদিন ধরেই উঠছে। পুলিশ তল্লাশি করেছে। এ বার থেকে যাতে নিয়মিত তল্লাশি চালানো হয়, সে দিকে নজর দিতে বলা হবে পুলিশকে।
|
বর্তমানে রাত্রিকালীন চিকিৎসা পরিষেবা একেবারেই মিলছে না শহরে। গুরুতর অসুস্থ রোগীকে দেখার জন্যও চিকিৎসক মিলছে না। হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজেও একই দুরবস্থা। কিছু পদক্ষেপ করা যায়?
সুধাংশুশেখর ঘোষ, চিকিৎসক
ঠিকই বলেছেন। বড় বড় ডাক্তারেরা থাকেন না বললেই চলে। তাঁদের বাধ্যও করা যায় না। তবু অনুরোধ করব।
|
পুরী গেটের কাছে উড়ালপুলের কাজ চলছে অতি ধীরে। এভাবে চললে আগামী ১০ বছরেও বোধ হয় কাজ শেষ হবে না। এমকেডিএ কিছু পদক্ষেপ করবে কি? যতদিন না উড়ালপুল চালু হচ্ছে ততদিন যানজট সামলাতে ওখানে অন্তত দু’জন কনস্টেবল দেওয়া হলে উপকার হয়।
শিবাজী রায়, ব্যবসায়ী
ওই কাজটি খুবই ধীর লয়ে চলছে বলে জেনেছি। রেলের সঙ্গে কথা বলব। ওখানে আইআইটি রয়েছে, একাধিক স্কুল রয়েছে, তা সত্ত্বেও কাজে কেন এত দেরি করা হচ্ছে বুঝতে পারছি না।
|
মেদিনীপুরে আগে কত সুন্দর মেলা হত। এখন সেই সংস্কৃতি উঠে গিয়েছে। দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য নিখরচায় কোচিং দেওয়ার মতো কোনও ব্যবস্থা এমকেডিএ নিতে পারে কী?
প্রলয় বিশ্বাস, শিক্ষক
এখনও মেলা হয়। তবে, আগের মতো ঐতিহ্য মেনে মেদিনীপুর মেলা করা যায় কি না ভাবব। কোচিং ক্লাস স্থানীয় ভাবে করলেই ভাল। তবু প্রস্তাবটি ভেবে দেখব।
|
মেদিনীপুরে এমন কোনও স্টেডিয়াম নেই যেখানে আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা যায়। পাশাপাশি শহরে অনেকে নতুন ক্রীড়াবিদ তৈরির চেষ্টা করছেন। তাঁরা প্রশাসনের কাছ থেকে সাহায্য পান না। অথচ, সরকারিভাবে খেলোয়াড় তৈরির শিবিরও হয় না। প্রশিক্ষকদের উৎসাহিত করতে আবেদন জানাচ্ছি।
তাপস দে, খেলার ক্লাবের সম্পাদক
শহরে একটি উন্নত মানের স্টেডিয়াম করা উচিত। টিভি টাওয়ারের মাঠটিতে তা করা যায় কি না, ভেবে দেখা হচ্ছে। ক্যাম্পগুলিকে সাহায্য করা যায় কি না, বা খেলার মান উন্নয়নে আর কী করা যেতে পারে তা নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করব। |
|