টুকরো খবর
|
কারখানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এলাকার মানুষকেই কাজ দিতে হবে এই দাবিতে বুধবার টাটা মেটালিক্স-এর গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি সমর্থকেরা। সংগঠনের অভিযোগ, যে সব ঠিকাদার সংস্থা এখানে কাজ করে, তারা বাইরে থেকে লোক এনে কাজ করছে। বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। তবে ঠিকাদার সংস্থাগুলির দাবি, এলাকার মানুষকেই প্রধান্য দেওয়া হয়। কিছু ক্ষেত্রে দক্ষ শ্রমিক প্রয়োজন হয়। তখন বাইরে থেকে আনতে হয়। গেট বন্ধ থাকায় কর্মীরা কাজে যেতে পারেননি। ফলে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে শেখ তাবারক নামে এক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। এরপরই আন্দোলন উঠে যায়। কারখানার কাজও স্বাভাবিক হয়। |
প্রহৃত বাসকর্মী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাবি মতো চাঁদা না-পেয়ে বাসের এক হেল্পারকে মারধরের অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। বুধবার সকালে মেদিনীপুর শহরের পাথরঘাটায়। প্রহৃত সুকুমার ঘোষকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়। ইটাবেড়িয়া-মেদিনীপুর রুটের বাসটি পাথরঘাটার কাছে এলে পুজো কমিটির কয়েকজন ৫০ টাকা চাঁদা চায়। হেল্পার ৪০ টাকা দেন। বচসা বাধে। তখনই ওই হেল্পারকে মারধর করা হয় বলে অভিযোগ। |
|