|
|
|
|
এফডিআই নিয়ে ভোটাভুটি হোক সংসদে, চান কারাট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) অনুমোদনের সিদ্ধান্ত সংসদে পাশ করানোর জন্য দাবি জানাবে বামেরা। কেন্দ্র রাজি হতে না-চাইলেও এই ভোটাভুটির দাবিতেই সংসদের আগামী শীতকালীন অধিবেশনে বামেরা হইচই বাধাবে। এফডিআই-প্রশ্নে শেষ পর্যন্ত দলের এই কৌশলের কথাই প্রকাশ করেলেন সিপিএমের সাধারণ সম্পাদক। এফডিআই-বিরোধিতার উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে বামেরা কী করবে, তা-ই নিয়ে এত দিন চর্চা চলছিল। কিন্তু কারাট বুঝিয়ে দিলেন, অনাস্থা প্রস্তাবের খুঁটিনাটি নিয়ে তাঁরা ভাবছেন না। বরং চাইছেন, নৈতিকতার স্বার্থে এবং গণতান্ত্রিক পদ্ধতি মেনে এফডিআইয়ের সিদ্ধান্ত সংসদে অনুমোদন করানোর জন্য পেশ করুক মনমোহন সরকার।
কলকাতায় দলের ৯৩ তম প্রতিষ্ঠা দিবসের সভায় বুধবার প্রমোদ দাশগুপ্ত ভবনে কারাট বলেছেন, “কেন্দ্র শুধু প্রশাসনিক নির্দেশ জারি করে এফডিআই চালুর কথা বলেছে। বিজ্ঞপ্তিও জারি হয়েছে। সংসদের অধিবেশনে আমরা দাবি করব, ওই সিদ্ধান্ত ভোটাভুটির জন্য আনা হোক। সরকার রাজি হতে চাইবে না। কিন্তু আমরা জোরালো ভাবে দাবি করে যাব, মানুষের উপকারের কথা বলে কেন্দ্র যখন এই কাজ করতে চাইছে, তা হলে সেই সিদ্ধান্তকে সংসদে ভোটের জন্য ফেলতে অসুবিধা কোথায়?”
কারাটেরা জানেন, এফডিআই সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত সংসদে বিতর্ক বা ভোটাভুটির জন্য নিয়ে আসা সরকারের কাছে বাধ্যতামূলক নয়। কিন্তু বিজেপি, তৃণমূল বা বাম-সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল যে হেতু মনমোহনের ওই সিদ্ধান্তের বিরোধিতা করছে, তা-ই নীতিগত কারণেই তা নিয়ে ভোটাভুটির কথা বলছেন তাঁরা। কারাটের কথায়, “অনাস্থা প্রস্তাব আনার মতো সংখ্যা কোনও দলের আছে কি না, সে সব প্রশ্ন এখানে আসছে না। কেন্দ্রের দাবি, এতে বহু মানুষের ভাল হবে। তা হলে এই গণতান্ত্রিক পরীক্ষায় (ভোটাভুটি) তারা বসে দেখাক!”
এফডিআই-বিরোধিতায় বামপন্থী সুর ধরে তৃণমূল নেত্রী মমতা বামেদেরই পায়ের তলার জমি কেড়ে নিয়েছেন বলে বিস্তর চর্চা হচ্ছে। কারাট এ দিন ব্যাখ্যা দিয়েছেন, “এটাও এক ধরনের দুর্বলতা। রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে না-পেরে অনুকরণ করা! আমাদের স্লোগান তুলে নেওয়া! আমরা ১৯৯৮ সাল থেকে এফডিআই নিয়ে বলে আসছি। এখন সেই আন্দোলনের নতুন বাহক এসেছে! আমরা খুশি! আমাদের মতামতের মূল্যই এখন মানুষ বুঝতে পারছেন!” কেরলে উম্মেন চান্ডি বা বাংলায় মমতার সরকার যে এফডিআইয়ের পক্ষে দাঁড়াতে পারছে না, বামেদের তৈরি করে দেওয়া জমিই তার কারণ বলে কারাটের দাবি। প্রতিষ্ঠা দিবসের বক্তৃতার আগে প্রমোদ দাশগুপ্ত ভবনেই এ দিন জাতি ও জনগোষ্ঠীগত বিষয়ে ক্লাস নিয়েছেন কারাট। প্রথমার্ধে ক্লাস ছিল দিল্লির এক মার্ক্সবাদী অধ্যাপকের। ক্লাসের পুরো সময় অবশ্য উপস্থিত ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। |
|
|
|
|
|