|
|
|
|
|
|
হ্যাকিং থেকে হুঁশিয়ার |
হ্যাকিং আসলে ইন্টারনেট মারফত সিঁদ কেটে তথ্য চুরি। চোর যে ভাবে সিঁদ কেটে গৃহস্থের সোনা-দানা চুরি করে, ঠিক তেমনই নেটে ঢুকে অন্যের তথ্য হাতানোর নাম হ্যাকিং। মনে রাখবেন, এই ভাবে শুধু তথ্য নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি যায় টাকাও। তাই আগে থেকেই সাবধান হোন। নিয়ম করে মেনে চলুন নীচের বিষয়গুলি—
• সব সময় ব্যাঙ্কের নাম ব্রাউজার বারে (যেখানে www দিয়ে ওয়েব-ঠিকানা লিখি আমরা) টাইপ করুন। চোখ বুজে সার্চে ভরসা করবেন না
• নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে টাকা পাঠানোর সময়ে এক সঙ্গে একাধিক সাইট খুলে রাখবেন না
• ইউজার-আইডি (নেটে লেনদেনে ব্যবহৃত নাম), পাস-ওয়ার্ড, জন্ম-তারিখ, ক্রেডিট/ডেবিট কার্ডের নম্বর, সিভিভি (কার্ড ভেরিফিকেশন ভ্যালু), পিন ইত্যাদি চট করে কোনও ‘পপ-আপ’ সাইটে (ভেসে ওঠা অন্য পেজ) দেবেন না। আগে তার বিশ্বাসযোগ্যতা পরখ করুন
• নির্দিষ্ট নিয়ম মেনে ব্যাঙ্কের সাইট বন্ধ করুন
• সাইবার কাফে কিংবা বহুজনের ব্যবহৃত কোনও কম্পিউটার থেকে টাকা পাঠাবেন না
• অজানা কারও থেকে আসা ই-মেল বা স্প্যাম ভুলেও খুলবেন না। তথ্য চুরি যেতে পারে
• অচেনা কারও কাছ থেকে আসা চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণ বা লটারি জেতা ধাঁচের কোনও ই-মেল, এসএমএস বা ফোনের উত্তরে অ্যাকাউন্ট বা কার্ডের পিন নম্বর দেবেন না |
|
• নেট জালিয়াতির অন্যতম হাতিয়ার হল ফিশিং। এতে অনেক সময়ে আপনার সামনে ভেসে উঠতে পারে প্রায় হুবহু আসলের মতো দেখতে নকল ওয়েবসাইট। তাই সাবধান। বাজার থেকে কেনা ‘অ্যান্টি ভাইরাস’ বা ‘অ্যান্টি ম্যালওয়্যার’-এ ফিশিং ঠেকানোর উপায় আছে কি-না দেখে নিন
• নিয়মিত কম্পিউটারকে ‘অ্যান্টি ভাইরাস’ বা ‘অ্যান্টি ম্যালওয়্যার’ দিয়ে পরিষ্কার করুন
• শুধুমাত্র সুরক্ষা-চিহ্ন যুক্ত ওয়েবসাইটগুলির মাধ্যমেই টাকা পাঠান। এ জন্য কোনও সাইট ‘https://’ দিয়ে শুরু কি-না দেখে নেবেন। ‘http://’ থাকলে সেখান থেকে টাকা না পাঠানোই ভাল। কারণ, এ ক্ষেত্রে ‘s’-এর মানে সিকিওর্ড অর্থাৎ সুরক্ষিত
• সাইট খোলার সময়েই খেয়াল রাখুন কোনও ‘পপ-আপ’ রয়েছে কি-না। সেখানে কখনও নিজের তথ্য দেবেন না
• ব্যাঙ্কের আসল ওয়েবসাইট ভাল করে চিনে রাখুন। যাতে নকলটিকে সহজেই ধরতে পারেন
• অনলাইন সমীক্ষার নামে অথবা নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে জানিয়ে, অনেক সময় নতুন করে অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। দেবেন না
• ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য কখনওই নয়
• অজানা সাইট থেকে কোনও সফটওয়্যার ডাউনলোড করবেন না। সেখানে ‘ট্রোজান হর্স’ বা ‘কি লগার’-এর মতো ভাইরাস থাকতে পারে
• অতিরিক্ত সুরক্ষার জন্য সব সময় দু’টি পাসওয়ার্ড ব্যবহার করুন
• ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্রথম থেকেই নিজের মোবাইল নম্বর রেজিস্ট্রি করিয়ে রাখুন। যাতে অ্যাকাউন্টে কোনও লেনদেন হলেই আপনার কাছে এসএমএসের মাধ্যমে খবর আসে। এসএমএস না-পেলে, তা যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্কের নজরে আনুন। মোবাইল নম্বর পাল্টালে সঙ্গে সঙ্গে তা ব্যাঙ্কে জানান
• ক্রেডিট বা ডেবিট কার্ড হারালে সেই মুহূর্তে ব্যাঙ্ককে জানিয়ে তা ব্লক করান। যত দিন না নতুন কার্ড পেয়ে সেটি ব্যবহার করছেন, তত দিন পুরানো কার্ডটি যেন আটকানো থাকে |
|
|
|
|
|