আমার দু’টি প্রশ্ন আছে
১. মেয়াদের আগে ঋণ শোধ করতে গেলে কী করতে হয়?
২. কী ভাবে বুঝব যে সিবিলে ঋণের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে? যাতে পরে ঋণ পেতে অসুবিধা না হয়।

১. ব্যাঙ্কের যে শাখায় আপনার লোন-অ্যাকাউন্ট রয়েছে, সেখানে গিয়ে কথা বলুন। তারাই আপনার কত টাকা শোধ করা বাকি রয়েছে, তা বলে দেবে। দেখে নেবেন যাতে এক দিনেরও সুদ বাকি না থাকে। অর্থাৎ যে দিন অ্যাকাউন্ট বন্ধ করছেন, সেই দিন পর্যন্ত সুদ যেন দেওয়া থাকে। না হলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হবে না।
সেই সঙ্গে খেয়াল রাখুন জরিমানার বিষয়টিও। অনেক ব্যাঙ্কে মেয়াদের আগে টাকা শোধ করলে কিন্তু জরিমানা দিতে হতে পারে। ঋণ নেওয়ার সময়ে যে কাগজ দেওয়া হয়, তাতেই সাধারণত জরিমানার শর্ত লেখা থাকে। এ নিয়ে সন্দেহ থাকলে ব্যাঙ্ককে প্রশ্ন করুন।
২. যে ঋণই নেওয়া হোক না কেন, তার সমস্ত তথ্যই ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড (সিবিল)-এ জমা পড়ে। অ্যাকাউন্ট বন্ধ হলেও তা জানতে পারবেন সেখানেই। কিছু টাকা খরচ করলেই এর সদস্য হওয়া যায়। সেখান থেকেই আপনার ঋণ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।


আমি সরকারি চাকরি করি। ২০০৭ সালে ১৪ লক্ষ টাকার বাড়ির জন্য ৭ লক্ষ টাকা ঋণ পেয়েছি। গৃহঋণের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকার কম ঋণে সুদে যে ১% ছাড় রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।
২০০৯-এর ১ অক্টোবরের আগে ঋণ নেওয়া হলে এই সুবিধা মিলবে না। ওই বছর ১ অক্টোবরের পর থেকে ২০১১-র ৩১ মার্চ পর্যন্ত নেওয়া ঋণ ১০ লক্ষ টাকার মধ্যে এবং বাড়ির মূল্য ২০ লক্ষ টাকার মধ্যে হলে মিলবে এই সুবিধা। আর ১ এপ্রিল ২০১১ থেকে ৩১ মার্চ ২০১৩-র মধ্যে নেওয়া ঋণের মূল্য ১৫ লক্ষ টাকা এবং বাড়ির দাম ২৫ লক্ষের ভিতরে থাকলেও তা পাওয়া যাবে।
আপনা থেকেই এই ছাড় মেলার কথা। এ জন্য আলাদা করে আবেদন করতে হয় না। স্থায়ী এবং পরিবর্তনশীল উভয় সুদের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে। তবে মনে রাখবেন, শুধুমাত্র প্রথম বছরের সুদের উপরেই এই ছাড় হিসাব করা হবে। কিন্তু তা পেতে পেতে ৩-৪ বছরও সময় লেগে যেতে পারে। কারণ এই ছাড় পাওয়ার জন্য আপনার কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান প্রথমে ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের কাছে পাঠায়। তারা আবার অর্থমন্ত্রকের কাছে সেই কাগজ পাঠায়। সম্মতি মিললে উল্টো পথে তা ফেরত আসে। তবে যখনই আসুক না কেন, সেই টাকা ঋণের আসলের অর্থ থেকে বাদ দিয়ে দেয় ঋণদাতা সংস্থাগুলি। আপনি ঋণের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিলেই তা জানতে পারবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.