ট্যাঁকের জোর: বড় জোর ছ’লাখ। কর্তারা বলছেন, বাজার মন্দা। কম বাজেটে ভাল পুজো করাই চ্যালেঞ্জ।
প্লাস পয়েন্ট: শহরের সব পুজো দেখে বহু দর্শকই এই মণ্ডপে এসে বিশ্রাম নেন। দেখা হয় অনেক পরিচিতের সঙ্গে। হাত-পা মেলে আড্ডা দেওয়ার জায়গা অনেক। এ বছর থেকে বাইরের শিল্পী এসে মূর্তি গড়ছেন।
মাইনাস পয়েন্ট: বড়বাজারের পুজো, তবু না কি ব্যবসায়ীরা তেমন হাত উপুড় করেন না। খরচের বোঝা টানতে হচ্ছে ক্লাবকে।
থিম: রাজস্থানের মহারানা মানসিংহের রাজদরবার। উদ্বোধন করতে পারে মাধ্যমিকে কৃতী অর্ক চট্টোপাধ্যায়।
তুরুপের টেক্কা: প্রবেশদ্বারে থার্মোকল আর হোগলা দিয়ে তৈরি মানসিংহের মূর্তি। আইসক্রিমের কাঠি, শালপাতা ও মাদুর দিয়ে অন্দরের সাজ।
পুজো প্লাস: সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা হবে। বছরে অন্য সময়ে হয় রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির।
প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে: আমাদের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। দর্শকের চোখে আমরাই সেরা।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.