ট্যাঁকের জোর: ৪ লক্ষের কিছু বেশি লাগছে। তবে মনে হয় না, এতেও কুলোবে।
প্লাস পয়েন্ট: প্রায় ৭৫ ফুট লম্বা মণ্ডপে মাস দেড়েক ধরে কাজ করছেন কালনা শহরের ১২ জন শিল্পী। নিখুঁত ফিনিশিং দিতে বাজারে তাঁদের নামডাক আছে। উদ্বোধনে করতে আসছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।
মাইনাস পয়েন্ট: বাঘনাপাড়া স্টেশনে নেমে সরু গলি পেরিয়ে ধানখেতের পাশে মণ্ডপ। পুজোর সময়ে গাড়ি নিয়ে ঢোকাই মুশকিল।
থিম: কালনা শহরের শিল্পী জগৎ মণ্ডল থার্মোকলের মাধ্যমে মণ্ডপের ভিতরে ফুটিয়ে তুলছেন যিশুর জন্মবৃত্তান্ত থেকে ক্রুশবিদ্ধ হওয়ার নানা কাহিনী। মণ্ডপের আদলও কেরলের কোচি শহরের একটি প্রাচীন গির্জার। কর্মকর্তাদের দাবি, রাতের নিওন আলোয় ভাবনা আরও প্রাণবন্ত হবে।
তুরুপের টেক্কা: কাপড়ের মণ্ডপ হলেও বেশ কিছু অন্য রকম রং ব্যবহার করা হচ্ছে। শিল্পীদের দাবি, বোঝাই যাবে না আসল-নকলের তফাত। প্রতিমার চমক পোশাকে। শেষ চমকের জন্য পর্দা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পুজো প্লাস: রাতে বসবে জলসা। দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ার জন্য জিনিসপত্রও দেওয়া হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.