কংগ্রেস নেতাদের তৃণমূলে যোগ |
তৃণমূলে যোগ দিলেন রানিগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য শিবদাস চট্টোপাধ্যায় এবং তিরাট কোলিয়ারির আইএনটিইউসি সম্পাদক সুভাষ রায়। বুধবার আসানসোল পুরভবনে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিতে তাঁরা দলবদল করেন। শিবদাসবাবু ও সুভাষবাবু বলেন, “সঠিক নেতৃত্বে কাজ করার জন্য আমরা দলবদল করলাম।” রানিগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি অনল মুখোপাধ্যায়ের বক্তব্য, “দলবদল করে সিপিএমে যোগ দিলে আমরা ওদের বুঝিয়ে আবার ফিরিয়ে আনতাম। আমাদের স্থায়ী শত্রু সিপিএম।”
|
সিপিএম পরিচালিত তপসী গ্রাম পঞ্চায়েতে সিপিএমের আঞ্চলিক কমিটির নেতৃত্বে পঞ্চায়েত প্রধান বীণাপানি বাউড়িকে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। প্রধানের হাতে একটি দাবিপত্রও তুলে দেন তাঁরা। সিপিএমের প্রাক্তন বিধায়ক ধীরাজলাল হাজরার অভিযোগ, প্রধান তৃণমূলের অঙ্গুলিহেলনে কাজ করছেন। একশো দিনের কাজ প্রকল্পে একটি রাস্তার নির্মাণ শুরু হলেও শেষ হয়নি। তৃণমূল কাজ আটকে দিয়েছে। ইন্দিরা আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ রাজনৈতিক রঙ দেখে হচ্ছে। তবে প্রধানের বক্তব্য, এই অভিযোগ ঠিক নয়। অভিযোগকারীদের তথ্য দিয়ে আলোচনা করে বোঝানো হবে।
|
বালিকাকে উত্তক্ত্য করার অভিযোগ |
এক বালিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অন্ডালের চনচনী ৫ নম্বর ধাওড়ায় ঘটনাটি ঘটেছে। বুধবার পুলিশের কাছে স্থানীয় বাসিন্দা বিদেশিরাম অভিযোগ করেন, প্রতিবেশী সুরজ দাস তাঁর মেয়েকে মাস খানেক ধরে উত্ত্যক্ত করছে। সোমবার রাতে তাঁর ১১ বছরের মেয়ে দিদিমার কাছে শুয়ে ছিল। সেখান থেকে সে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দিদিমা চিৎকার করলে পালায়। বিদেশিরামের দাবি, মঙ্গলবার উখড়া পুলিশ আউটপোস্টে অভিযোগ জানাতে গেলে সেখান থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়, ঘটনাস্থলে গিয়ে তদন্তের পর অভিযোগ নেওয়া হবে। পুলিশ জানায়, পদ্ধতি মেনে অভিযোগ নেওয়া হয়েছে।
|
ক্ষতিপূরণের দাবিতে ইসিএলের কাজোড়া এরিয়া কার্যালয়ে বিক্ষোভ দেখালেন অধিগৃহীত জমির বর্গাদারেরা। ওই এরিয়ার পার্সোনাল ম্যানেজার দেবাশিস দাস জানান, জমির মালিকদের আগেই পুরো ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে ইসিএল। চাকরিও দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, মালিকদের দায়িত্ব বর্গাদারদের ক্ষতিপূরণ দেওয়া। এ দিন ভাঙচুর ও পার্সোনাল ম্যানেজারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন খনি কর্তৃপক্ষ। তার ভিত্তিতে চার জনকে আটক করে পুলিশ।
|