|
|
|
|
সাসপেন্ড তিন |
ছাত্রীর গণধর্ষণে শ্রীরামপুর থেকে গ্রেফতার ছাত্র |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও শ্রীরামপুর |
রূপনারায়ণপুরে পলিটেকনিক কলেজে ছাত্রীকে গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে শ্রীরামপুর থেকে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে।
আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (ডিডি) ইন্দ্রনীল কাঞ্জিলাল জানান, মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের নাম অভি ঘোষ। বুধবার বিকেলে হুগলির শ্রীরামপুরে খটির বাজার থেকে তাকে ধরা হয়। পুলিশ সূত্রের খবর, নিজের পিসেমশাই, শ্রীরামপুরের ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিশির সাহার বাড়িতে সে আশ্রয় নিয়েছিল। তাঁর দাবি, “অভি ছেলে খারাপ নয়। অসৎ সংসর্গে পড়ে কোনও ভুল করে থাকলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।” অভি ছাড়াও কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক, মেকানিক্যালেরই তৃতীয় বর্ষের ছাত্র শাম্ব মণ্ডল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শোভনা দাসকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
গত ৯ অক্টোবর বিকেলে বর্ধমানের ওই কলেজে ছাত্র সংসদ অফিসেই ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশনের প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদক-পানীয়ে আচ্ছন্ন করে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে হইচই করলে ছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে প্রচার হবে বলেও বাড়ির লোকজনকে শাসানো হয়। তিনি ইতিমধ্যে আসানসোল আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। তৃণমূলের ছত্রচ্ছায়ায় থাকা নিখিলেশ ওঝা নামে এক বহিরাগত যুবক-সহ ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভি এবং কলেজের এক নিরাপত্তারক্ষী ছাড়া বাকিরা এখনও অধরা। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরেই কলেজের অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ দত্ত বলেন, “একাধিক বার ডেকে পাঠানো হলেও সাসপেন্ড হওয়া দুই ছাত্র দেখা করেনি।” তবে শোভনা দাসকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, ওই ঘটনার পর থেকেই কলেজের ক্যান্টিন, কমন রুম এবং ইউনিয়ন রুম বন্ধ রাখা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। একান্ত প্রয়োজনে গেটে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের কাছে রাখা খাতায় সই করে ঢুকতে হচ্ছে। কলেজের ছাত্রছাত্রীদেরও ওই খাতায় সই করে ঢুকতে-বেরোতে হচ্ছে। বুধবার রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “আমরা ছাত্রীর বাবাকে প্রস্তাব দিয়েছি, তাঁর মেয়ে চাইলে রাজ্যের অন্য যে কোনও পলিটেকনিক কলেজে পড়াশোনা করতে পারেন।” |
|
|
|
|
|