বোদপুর এলাকার একটি বাড়িতে নকল মদ তৈরির কারখানার খোঁজ পেল আবগারি দফতরের কালনা শাখা। সেখান থেকে বিভিন্ন বিদেশি কোম্পানির বোতলের মত বোতলে ১৪ লিটার নকল মদ, ৫ লিটার স্পিরিট পাওয়া গিয়েছে। মিলেছে ১ বস্তা খালি বোতল, প্রচুর লেবেল ও ক্যারামেল। পুলিশের দাবি, দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে নকল মদের কারবার চলছিল। কারবারিরা সস্তায় সেই মদ বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। আবগারি দফতরের ওসি প্রদীপকুমার ঘোষ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোরে ওই বাড়িতে হানা দেওয়া হয়। বাড়ির মালিক পলাতক।
|
শ্রীরামপুর পঞ্চায়েত ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের সাহায্যে শিবির করে ঋণ দেওয়া ১৪ জন চাষি ও ৪৬টি স্বয়ম্ভর গোষ্ঠীকে। বুধবার পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে ওই ওই শিবির করা হয়। মোট ১ কোটি ৭৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান পান্নালাল মিত্র, হুগলির রিজিওনাল ম্যানেজার তাপস সেন, পূর্বস্থলী (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, বর্ধমান জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রকল্প অধিকর্তা রুমেলা দে-সহ বহু বিশিষ্ট জন। শ্রীরামপুর পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, স্বয়ম্ভর গোষ্ঠীগুলির মধ্যে ২৫টির প্রকল্প তৈরির কাজ শেষ হয়েছে। গোষ্ঠীগুলি ঋণের উপরে ভর্তুকি পাবে।
|
গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, তাঁর নাম শেখ গোলাম মেহবুব (৫৩)। বাড়ি মুর্শিদাবাদের ঝিকড়া গ্রামে। তিনি কালনা থানার বুলবুলিতলা এলাকায় থাকতেন। ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচা করতেন। বুধবার ভোর ৪টে নাগাদ শৌচকর্ম সেরে ঘরে ফেরার পথে বর্ধমান-কালনা রোডে একটি গাড়ি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
|
গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে হানা দিয়ে একটি প্রতিলিপি করানোর দোকান থেকে প্রচুর জাল নথি উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুর ১টা নাগাদ ওই দোকানে হানা দিয়ে দুই কর্মচারিকে গ্রেফতারও করা হয়। তাঁদের নাম চন্দন ভট্টাচার্য, উজ্জ্বল দাস। পুলিশ জানায়, ওই নথির সাহায্যে জাল পরিচয়পত্র, গাড়ির লাইসেন্স ইত্যাদি তৈরি করা হত। তদন্ত চলছে।
|
কাটোয়া
পুর ফুটবল লিগের ফাইনাল। টিএসি মাঠ। বিকেল ৩টে। কাটোয়া পুর ক্রীড়া সংস্থা।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা। সংহতি মঞ্চ। দুপুর ২টো। উদ্যোগ: স্টুডেন্ট হেলথ হোম। |