টুকরো খবর |
কোর্টে হাজিরার নির্দেশ এসআই’কে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
আইনজীবীকে নিগ্রহ ও টাকা ছিনিয়ে নিয়ে হুমকির অভিযোগে হবিবপুর থানার এক সাব ইন্সপেক্টরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মালদহের ফাস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃণালকান্তি মণ্ডল ওই আদেশ দেন। অভিযুক্তের নাম কাজল চট্টোপাধ্যায়। আগামী ২০ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হতে হবে। কাজলবাবু বলেন, “আদালতের নির্দেশ হাতে পাইনি। পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।” মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “আদালতের নির্দেশ পাইনি। পেলে তা মানা হবে।” মালদহ বার অ্যসোসিয়েশনের সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “গত ৫ অক্টোবর আদালত চত্বরে হবিবপুর থানার ওই পুলিশ অফিসার আমাদের সহকর্মী সুষমা চট্টোপাধ্যায়কে নিগ্রহের পরে আড়াই হাজার টাকা ছিনিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ওই দিনই তিনি ইংরেজবাজার থানায় ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু ইংরেজবাজার থানা অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা রজু না করায় সুবিচারের আশায় মহিলা আইনজীবী মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত ওই অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে সমন জারি করে ২০ ডিসেম্বর আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে। আমরা খুশি। জেলা পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আত্মসমর্পণকারী এক আসামিকে ১৪ সেপ্টেম্বর আদালত চত্বর থেকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মালদহ আদালতের আইনজীবী তীর্থ বসু পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানান। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই আসামিকে আদালতে হাজির করাতে বলেন। পরদিন হুমকির অভিযোগ নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবীদের বিরোধ বাধে। |
তৃণমূলের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
বেআইনি মদের ঠেক থেকে তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকেরা। সোমবার রাতে তুফানগঞ্জ থানার দেওচড়াই মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। রাত ৮টা থেকে প্রায় দুই ঘন্টা কোচবিহার থেকে তুফানগঞ্জ সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। পরে ধৃত ব্যাক্তিকে ব্যাক্তিগত জামিনে ছাড়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “বেআইনি মদের কারবার বন্ধে অভিযান চলার সময় ঘটনাস্থল থেকে জড়িতদের ধরা হয়েছে। নিরাপরাধ কাউকে ধরার ব্যাপার নেই।” পুলিশ ও স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, বেআইনি মদের ঠেক বন্ধে তুফানগঞ্জ থানার পুলিশ কর্মীরাও অভিযানে নামেন। রাতে চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড়ের কয়েকটি হোটেল এবং দোকানে হানা দেয় সাদা পোশাকের পুলিশ কর্মীরা। পুলিশের দাবি, একটি হোটেল থেকে ছাবলু রায় মন্ডল-সহ চার ব্যাক্তিকে ধরা হয়। ছাবলুবাবু তৃণমূলের দক্ষিণ ঘোগারকুঠি বুথ কমিটির সভাপতি। তাঁর স্ত্রী সুস্মিতা দেবী চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ধৃতের বিরুদ্ধে বেআইনি মদের ঠেকে বিশৃঙ্খলা করার অভিযোগে মামলা রুজু করে পুলিশ তবে তৃণমূল নেতা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “আমি মদ খাইনি। একটি দোকানে কিছ লোকের বাদানুবাদ দেখে খোঁজ নিতে যাই। একপক্ষ যে পুলিশ তা বুঝিনি। পুলিশ কর্মীরা মারধর শুরু করেন। প্রতিবাদ করায় আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।” |
উত্তরবঙ্গে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আজ, বুধবার থেকে উত্তরবঙ্গ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নামছে কামতাপুর পিপলস পার্টি। রবিবার স্কুল পরিচালন সমিতি নির্বাচন চলাকালীন ময়নাগুড়ির পুঁটিমারি মথুরা মোহন হাই স্কুলের বাইরে দলের সভাপতি নিখিল রায়ের গাড়ি ভাঙচুর হয়। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ, বিভিন্ন থানায় বিক্ষোভ দেখাবেন কেপিপি সমর্থকেরা। তার পরে অবস্থান, পথ অবরোধ আন্দোলন করা হবে বলে দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুভাষ বর্মন জানিয়েছেন। |
খন্দ সংস্কার শুরু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
পুজোর আগেই ৮১ নম্বর জাতীয় সড়কে গর্ত বোঝানোর কাজ শুরু হল। মালদহের গাজা-হরিশ্চন্দ্রপুর ওই সড়কের ৫০ কিমিই বেহাল। পুজোর পরেই ওই রাস্তার পুরোপুরি সংস্কার হবে। জাতীয় সড়ক দফতরের (এনএইচ-৭) মালদহের নির্বাহী বাস্তুকার সুব্রত রায় জানান, রাস্তা সাময়িক সংস্কার করা হচ্ছে। ওই সড়ক সংস্কারের দাবিতে গত মাসে এক সপ্তাহ পরিবহণ ধর্মঘটও হয়। |
মামলা করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পুলিশ সুপারের হস্তক্ষেপে মাদক পানীয় খাইয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রহণ করে মামলা রুজু করল পুলিশ। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন পুলিশ কর্মীরা। তার পরেই অভিযোগ গ্রহণ করা হয়। দুই যুবকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ-সহ ৫টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। |
অভিযানে ধৃত ৮৭
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
পুজোর আগে মহকুমা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৮৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মালদের চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও রতুয়া থানায় সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের ধরা হয়। ধৃতদের মধ্যে জুয়াড়ি, অবৈধ মদের ঠেকের মালিক সহ কিছু দুষ্কৃতীও রয়েছে। পুলিশ একটি পাইপগান, কয়েকশো বোতল চোলাই ও দেশি মদ উদ্ধার করেছে। |
দুর্ঘটনায় মৃত্যু |
বাইক ও ট্রাকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রামকুমার সিংহ (১৯)। তাঁর বাড়ি বিহারের বাহাদুরগঞ্জ এলাকায়। |
ধৃত |
দুইটি পিস্তল-সহ একজনে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ধৃতের নাম মহম্মদ হানিফ। |
বিধায়ককে বিক্ষোভ |
রাস্তা, বিদ্যুৎ ও জলের দাবিতে হবিবপুরের সিপিএম বিধায়ক খগেন মুর্মু ও পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতি ধীরেন মুরারিকে ঘেরাও করলেন গ্রামবাসী। মঙ্গলবারের ঘটনা। |
|