টুকরো খবর
পরিবারপিছু ৫ কেজি চাল
ডুয়ার্সের মালবাজার ব্লকের কুমলাই চা বাগানে মঙ্গলবার বিশ্ব খাদ্যদিবস উপলক্ষে পরিবার পিছু ৫ কেজি করে চালের প্যাকেট দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দবে। বাগানের ৯৫৫ জনের হাতে চালের প্যাকেট তুলে দেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, “চা বাগানগুলির হাত থেকে দায়িত্ব তুলে রেশনের দোকানের মাধ্যমে বিলি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। যাতে বাগান বন্ধ হলেও রেশন চালু থাকবে। কুমলাই থেকে তা শুরু হবে। জুলাইয়ে কুমলাই চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যান। এই সময় এক শিশু কন্যা সহ তিন জনের মৃত্যুও হয় বাগানে। ৪ অগস্ট বাগানের অচলাবস্থা কাটলেও সমস্যার সমাধান হয়নি। পুজোর মুখে কুমলাইয়ে কর্মী এবং শ্রমিকেরা ১ মাসের বেতন পাননি। ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

দুর্ঘটনায় জখম
কর্তব্যরত অবস্থায় ট্রাকের চাকার ধাক্কায় জখম হলেন এক পুলিশ অফিসার। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে প্রধাননগর থানার মাল্লাগুড়ি এলাকায়। পুলিশ জানায়, জখমের নাম সুদেশ থাপা। তিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে ভক্তিনগর থানায় কর্মরত রয়েছেন। তাঁকে প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এদিন রাজ্যপাল এম কে নারায়ণন দার্জিলিং সফর শেষে এনজেপি হয়ে কলকাতায় ফেরেন। ট্রেন ধরার জন্য সন্ধ্যায় তিনি শিলিগুড়ি হয়ে এনজেপি যান। তার জন্য মাল্লাগুড়ির রাস্তায় নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছিল ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে। সন্ধ্যা ৭টা নাগাদ একটি একটি ট্রাকে পিছনের চাকা খুলে ওই পুলিশ অফিসারকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ট্রাকটি আটক করেছে পুলিশ।

গ্রেফতার যুবক
এক তরুণী অপহরণের ঘটনায় ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নদিয়ার শান্তিপুর থেকে ওই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা দফতর। অপহৃতাকেও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ মোজি। তার বাড়ি ভক্তিনগর এলাকায়। ভক্তিনগরের তরুণী কস্তুরি ছেত্রী অক্টোবরের প্রথম সপ্তাহে বাগডোগরা কলেজ থেকে অপহরণ হন বলে অভিযোগ ওঠে। ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবারের লোকজন। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “ওই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ছ’টি ছাই, ক্ষতি ছ’টি দোকানের
পুজোর মুখে ছাই হল ছয়টি দোকান। সোমবার রাতে ময়নাগুড়ি মাধবডাঙা ২ পঞ্চায়েতের ভোটপট্টি বাজারে ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে আরও ৬টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। মেখলিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়নাগুড়ির যুগ্ম বিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সাহায্যের কিছু ত্রিপল পাঠানো হয়েছে।” প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ শট সার্কিট থেকে ওই আগুন ছড়িয়েছে। ব্যবসায়ীরা জানান, রাতে প্রথম আগুন দেখা যায় একটি দর্জিং দোকানে। তার পরে পর আগুন ছড়ায়।

বন্ধ মধু চা বাগান
পুজোর পাঁচদিন আগেও বোনাস সমস্যা সামাধান হল না মধু চা বাগানে। মঙ্গলবার বিডিওর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান চা শ্রমিকরা। সম্প্রতি মালিকপক্ষ পুজোর আগে ও পরে দুই কিস্তিতে বোনাস দেওয়ার কথা বললে সমস্যা দেখা দেয়। কালচিনি বিডিও চন্দ্রসেন খাতি জানান, শ্রমিকেরা পুরো বোনাস একসঙ্গে দাবি করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে রবিবার রাতে বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যান। সোমবার থেকে বাগান বন্ধ। আজ বুধবার ত্রিপাক্ষিক বৈঠক।

বোনাসে সায়
ছোট চা বাগানের শ্রমিকদের ১৮.৫০ শতাংশ হারে পুজো বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নর্থবেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। ১৯ অক্টোবরের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার হবে। সম্পাদক নিতাই মজুমদার ছাড়াও আইএনটিইউসি নেতা অলোক চক্রবর্তী এবং সিটু নেতা অচিন্ত্য ঘটক উপস্থিত ছিলেন।

বোনাসহীন ২ বাগান
পুজার আগে বোনাস পাচ্ছেন না তুরতুরি ও রহিমাবাদ চা বাগানের শ্রমিকরা। তবে বর্ধিত মজুরির বকেয়া টাকা তাঁরা পুজোর আগেই পাচ্ছেন। মঙ্গলবার আলিপুরদুয়ার অতিরিক্ত শ্রম আধিকারিকের কার্যালয়ে এই সিদ্ধান্ত হয়। সহকারী শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় জানিয়েছেন, তুরতুরি ও রহিমবাদ চা বাগানের আপাতত সমস্যা মিটেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.