• মঙ্গলবার অষ্টাদশভুজা দুর্গা পুজো শুরু হল কোচবিহারের বাইশগুড়ি এলাকায়। মানব কল্যাণ সংঘাশ্রমের মন্দিরে পুজোর আয়োজন হয়েছে। ১৯৯৬ থেকে মহালয়ার পর দিন পুজো শুরু হয়। দৃষ্টিহীনদের উপহার দেন জেলাশাসক মোহন গাঁধী।
• সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সামাজিক কর্মসূচি নিয়েছেন দিনহাটা থানাপাড়া দুর্গাপুজো কমিটি। দুই শতাধিক দুঃস্থ বাসিন্দাকে বস্ত্র বিতরণ, হাসপাতাল ও জেলে ফল বিতরণ, ১৫ প্রবীণ বাসিন্দা এবং ২০ কৃতীকে সংবর্ধনা।
• জলপাইগুড়ি রায়কতপাড়ার বৃহৎ পরিবারের মণ্ডপে ঢুকে চমকেও যেতে পারেন দর্শনার্থীরা। ময়দার তৈরি প্রতিমা পাঁচ ইঞ্চির। বানিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র অর্ঘতনু দে। প্রতিমার অস্ত্রগুলি কাঠি দিয়ে তৈরি।
• দিল্লির সংসদ ভবন জলপাইগুড়ির অরবিন্দনগরে। এবিপিসি পুজোয় বাঁশের ওপর কাঠ, প্লাই এবং কাপড় লাগিয়ে তৈরি হয়েছে সংসদ ভবন। পুজোর চার দিন এই সংসদ ভবনই মা দুর্গা ও তার সন্তানদের ঠিকানা।
• জলপাইগুড়ির সুহৃদ সঙ্ঘে এ বার ৫০ বছর। সুবর্ণজয়ন্তী বর্ষের থিম হল ঐতিহ্য আর শিল্পের মেলবন্ধন। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে যামিনী রায়ের আঁকা পটচিত্র। সাবেক ধাঁচের প্রতিমা।
• জলপাইগুড়ি আদরপাড়ার পুজো মণ্ডপে উদ্যোক্তারা গ্রাম বাংলাকেই থিম হিসাবে বেছে নিয়েছেন। সেই থিম ফুটিয়ে তুলতে গ্রামের আদলে ঘরবাড়ি, তুলসীমঞ্চ, কলা বাগানও রয়েছে। সঙ্গে রয়েছে ধান খেত।
• মালদহের রতুয়ার দেবীপুর তেররশিয়া সর্বজনীন দুগোৎসব এবার ১৭৫ বছরে পড়ল। ফুলহার নদী সংলগ্ন এলাকার ওই পুজো হয় স্থায়ী মন্দিরে। দর্শনীয় প্রতিমা, সঙ্গে থাকে মানানসই আলোকসজ্জা।
• পুজো বছর ২৫ বছরে পড়ল। খরচ বাঁচিয়ে তাই ২৫০ দুঃস্থকে বস্ত্র বিলি করার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি। নবমীতে নরনারায়ণ সেবা। হরিশ্চন্দ্রপুরের দক্ষিণী যুগদর্শী ক্লাবের পুজোও এবার আকর্ষনীয়।
• মন্ডপে দেখা যাবে ব্যামাখাপার সাধনায় সিদ্ধিলাভের দৃশ্য। এ বার পুজো মণ্ডপে লাইট শো-এর মাধ্যমে সেটাই তুলে ধরা হবে চাঁচলের হাসপাতালপাড়া নবীন সঙ্ঘের পুজোয়। এবছর ২৬ বছরে পড়ল।
• এবার ৫০ বছরে পড়ল সামসি রেলস্টেশন সর্বজনীন দুর্গোৎসব। পুজো হয় স্থায়ী মন্দিরে। ৫০ বছর বলে মন্দিরের সামনে তৈরি হচ্ছে মন্দিরের আদলে বিরাট মণ্ডপ।
• ১৭৬০ সালে আলিবর্দি খাঁ-র আমলে স্থানীয় ইজারাদার ভোদন রায় চৌধুরী পুজো শুরু করেছিলেন। ২০০৭ সালে পারিবারিক ওই পুজো বন্ধ হয়ে যায়। তারপর এগিয়ে আসেন এলাকার মহিলারা।
• দেবীর মাথার উপরে শিবগঙ্গা, দুপাশে দুই পরী আর কলাবউ রাখা কার্তিকের পাশে। দর্শনীয় প্রতিমা। ২০০ বছরেরও বেশি সময় ধরে একই রীতি মেনে পুজো হয় সামসি দুর্গাতলা সর্বজনীন দুর্গোৎসবে।
• ডাকের সাজে প্রতিমা একচালায়। হয় পাঠা বলিও। ১৩০ বছর ধরে একই রীতি মেনে পুজো হয় রতুয়ার আড়াইডাঙ্গা সর্বজনীনের পুজোয়। একসময় পুজো সুরু করেন এলাকায় কয়েকজন স্বাধীনতা সংগ্রামী।
• আলিপুরদুয়ার শহরের পুজো মণ্ডপে পুরুলিয়ার গ্রাম্য পরিবেশ ও সংস্কৃতি দেখতে পাবেন দর্শনার্থীরা। দুই নম্বর ওয়ার্ডের রুপায়ন সংঘের পুজোতে লালমাটি দেশের ছোঁয়া নজর কাড়তে চান পুজো উদ্যোক্তরা।
• এ বার পঞ্জাবের স্বর্ণমন্দিরের আদলে মণ্ডপ করছে আলিপুরদুয়ার জংশন শিব বাড়ি পুজো কমিটি। শিববাড়ির পুজো এ বার ৫৭ বছরে পড়ল। এ বারের পুজোতে দশভুজার ভৈরবী মুর্তি পুজো করা হবে। |