পুজো সংক্ষেপে

• মঙ্গলবার অষ্টাদশভুজা দুর্গা পুজো শুরু হল কোচবিহারের বাইশগুড়ি এলাকায়। মানব কল্যাণ সংঘাশ্রমের মন্দিরে পুজোর আয়োজন হয়েছে। ১৯৯৬ থেকে মহালয়ার পর দিন পুজো শুরু হয়। দৃষ্টিহীনদের উপহার দেন জেলাশাসক মোহন গাঁধী।
• সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সামাজিক কর্মসূচি নিয়েছেন দিনহাটা থানাপাড়া দুর্গাপুজো কমিটি। দুই শতাধিক দুঃস্থ বাসিন্দাকে বস্ত্র বিতরণ, হাসপাতাল ও জেলে ফল বিতরণ, ১৫ প্রবীণ বাসিন্দা এবং ২০ কৃতীকে সংবর্ধনা।
• জলপাইগুড়ি রায়কতপাড়ার বৃহৎ পরিবারের মণ্ডপে ঢুকে চমকেও যেতে পারেন দর্শনার্থীরা। ময়দার তৈরি প্রতিমা পাঁচ ইঞ্চির। বানিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র অর্ঘতনু দে। প্রতিমার অস্ত্রগুলি কাঠি দিয়ে তৈরি।
• দিল্লির সংসদ ভবন জলপাইগুড়ির অরবিন্দনগরে। এবিপিসি পুজোয় বাঁশের ওপর কাঠ, প্লাই এবং কাপড় লাগিয়ে তৈরি হয়েছে সংসদ ভবন। পুজোর চার দিন এই সংসদ ভবনই মা দুর্গা ও তার সন্তানদের ঠিকানা।
• জলপাইগুড়ির সুহৃদ সঙ্ঘে এ বার ৫০ বছর। সুবর্ণজয়ন্তী বর্ষের থিম হল ঐতিহ্য আর শিল্পের মেলবন্ধন। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে যামিনী রায়ের আঁকা পটচিত্র। সাবেক ধাঁচের প্রতিমা।
• জলপাইগুড়ি আদরপাড়ার পুজো মণ্ডপে উদ্যোক্তারা গ্রাম বাংলাকেই থিম হিসাবে বেছে নিয়েছেন। সেই থিম ফুটিয়ে তুলতে গ্রামের আদলে ঘরবাড়ি, তুলসীমঞ্চ, কলা বাগানও রয়েছে। সঙ্গে রয়েছে ধান খেত।
• মালদহের রতুয়ার দেবীপুর তেররশিয়া সর্বজনীন দুগোৎসব এবার ১৭৫ বছরে পড়ল। ফুলহার নদী সংলগ্ন এলাকার ওই পুজো হয় স্থায়ী মন্দিরে। দর্শনীয় প্রতিমা, সঙ্গে থাকে মানানসই আলোকসজ্জা।
• পুজো বছর ২৫ বছরে পড়ল। খরচ বাঁচিয়ে তাই ২৫০ দুঃস্থকে বস্ত্র বিলি করার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি। নবমীতে নরনারায়ণ সেবা। হরিশ্চন্দ্রপুরের দক্ষিণী যুগদর্শী ক্লাবের পুজোও এবার আকর্ষনীয়।
• মন্ডপে দেখা যাবে ব্যামাখাপার সাধনায় সিদ্ধিলাভের দৃশ্য। এ বার পুজো মণ্ডপে লাইট শো-এর মাধ্যমে সেটাই তুলে ধরা হবে চাঁচলের হাসপাতালপাড়া নবীন সঙ্ঘের পুজোয়। এবছর ২৬ বছরে পড়ল।
• এবার ৫০ বছরে পড়ল সামসি রেলস্টেশন সর্বজনীন দুর্গোৎসব। পুজো হয় স্থায়ী মন্দিরে। ৫০ বছর বলে মন্দিরের সামনে তৈরি হচ্ছে মন্দিরের আদলে বিরাট মণ্ডপ।
• ১৭৬০ সালে আলিবর্দি খাঁ-র আমলে স্থানীয় ইজারাদার ভোদন রায় চৌধুরী পুজো শুরু করেছিলেন। ২০০৭ সালে পারিবারিক ওই পুজো বন্ধ হয়ে যায়। তারপর এগিয়ে আসেন এলাকার মহিলারা।
• দেবীর মাথার উপরে শিবগঙ্গা, দুপাশে দুই পরী আর কলাবউ রাখা কার্তিকের পাশে। দর্শনীয় প্রতিমা। ২০০ বছরেরও বেশি সময় ধরে একই রীতি মেনে পুজো হয় সামসি দুর্গাতলা সর্বজনীন দুর্গোৎসবে।
• ডাকের সাজে প্রতিমা একচালায়। হয় পাঠা বলিও। ১৩০ বছর ধরে একই রীতি মেনে পুজো হয় রতুয়ার আড়াইডাঙ্গা সর্বজনীনের পুজোয়। একসময় পুজো সুরু করেন এলাকায় কয়েকজন স্বাধীনতা সংগ্রামী।
• আলিপুরদুয়ার শহরের পুজো মণ্ডপে পুরুলিয়ার গ্রাম্য পরিবেশ ও সংস্কৃতি দেখতে পাবেন দর্শনার্থীরা। দুই নম্বর ওয়ার্ডের রুপায়ন সংঘের পুজোতে লালমাটি দেশের ছোঁয়া নজর কাড়তে চান পুজো উদ্যোক্তরা।
• এ বার পঞ্জাবের স্বর্ণমন্দিরের আদলে মণ্ডপ করছে আলিপুরদুয়ার জংশন শিব বাড়ি পুজো কমিটি। শিববাড়ির পুজো এ বার ৫৭ বছরে পড়ল। এ বারের পুজোতে দশভুজার ভৈরবী মুর্তি পুজো করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.