কেন্দ্র-রাজ্যের ভূমিকায় কটাক্ষ
জিটিএ প্রসঙ্গে মমতার প্রশংসায় যশোবন্ত
রাজ্যে ক্ষমতা দখলের পরে দ্রুত গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠন হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেও পাহাড়ের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যথাযথ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ যশোবন্ত সিংহ। মঙ্গলবার দার্জিলিং সফরে যাওয়ার পথে শিলিগুড়িতে এ কথা বলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “জিটিএ’তে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার যে প্রকল্পের কথা ঘোষণা করেছিল, সেই কাজ শুরু হয়নি। কেন্দ্রীয় সরকারের ২০০ কোটি টাকা দেওয়ার কথা। রাজ্য সরকারের তরফেও বেশ কিছু প্রকল্পে বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। আশা করছি, সে সব দ্রুত জিটিএ’কে দেওয়া হবে। সেক্ষেত্রে পাহাড়ের উন্নয়নে গতি আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে ‘জিটিএ’ তৈরি করেছেন। তাঁর ওই ভূমিকা প্রশংসনীয়।” পাহাড়ে ফের ‘গোর্খাল্যান্ড’-এর দাবি উঠলে তারা সমর্থন করবেন বলে ইঙ্গিত দেন বিজেপির ওই নেতা। তিনি বলেন, “মোর্চার মূল দাবি গোর্খাল্যান্ড। তারা এখনও ওই দাবি ছাড়েননি। বিজেপি ছোট রাজ্যের পক্ষে। আবার সে দাবি জোরাল হলে তা সমর্থনের ব্যাপারে ভাবা হবে।” এদিন উত্তরবঙ্গে জাতীয় সড়কের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে বার বার কেন্দ্রীয় সরকারকে তিনি জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। যশোবন্ত বলেন, “উত্তরবঙ্গে জাতীয় সড়কের হাল খুব খারাপ। এখানে ওই রাস্তা খুব গুরুত্বপূর্ণ। দেশের নিরাপত্তার ব্যপারে। প্রচুর সেনাবাহিনীর গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমি বিষয়টি নিয়ে বার কয়েক প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবার করেছে। এখানকার গুরুত্বের কথা তুলে ধরেছি। খুব দুঃখজনক এখনও রাস্তা তৈরি করার ব্যপারে কেউ উদ্যোগী হয়নি।” মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল ‘এনডিএ’-এর শরিক হবেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেটা তৃণমূলের নেতারাই বলতে পারবেন।” যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল অনাস্থা প্রস্তাব আনে সে বিষয়টি ‘এনডিএ’ নেতৃত্ব বিবেচনা করবে বলে তিনি জানান। তিনি দেশ জুড়ে মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার একের পর এক যা সিদ্ধান্ত নিচ্ছে তা দেশের মানুষের পক্ষে ক্ষতিকর। গোটা দেশে অরাজক পরিস্থিতি। প্রধানমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। তাহলেই মানুষের উপকার হবে।” এ দিন তিনি দার্জিলিং যান। সেখানে মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.