টুকরো খবর
অনাস্থায় জয়ী তৃণমূল
বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের শোভন সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হল তৃণমূল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অনাস্থা উপলক্ষে ডাকা সভায় প্রধান-সহ বাম সদস্যেরা অনুপস্থিত ছিলেন। ফলে ভোটাভুটি ছাড়াই জিতে যায় তৃণমূল। প্রসঙ্গত, এই পঞ্চায়েতে ১৪টি আসনের মধ্যে বামেদের ৬, তৃণমূলের ৬ এবং কংগ্রেস ও বিজেপি-র একটি করে আসন রয়েছে। বোর্ড গঠনের সময় কংগ্রেস ও বিজেপি অনুপস্থিত ছিল। সেই অবস্থায় টসে জিতে যথাক্রমে প্রধান হন সিপিএমের এবং উপপ্রধান হন তৃণমূলের। সম্প্রতি বাম সদস্য নিউটন বিশ্বাসের সদস্যপদ খারিজের আবেদন করে তৃণমূল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, পঞ্চায়েতের পরপর তিনটি সাধারণ সভায় অগ্রিম অনুমতি ছাড়াই তিনি অনুপস্থিত ছিলেন। বনগাঁর মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য পঞ্চায়েত আইন অনুসারে নিউটনবাবুর সদস্যপদ খারিজ করেন। এর ফলে পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ে বামেরা। এরপর তৃণমূলের পক্ষ থেকে ডাকা অনাস্থার সভা ছিল আজ। ব্লক প্রশাসন সূত্রের খবর, আগামী ১৫ দিনের মধ্যে নতুন বোর্ড গঠন করা হবে। বনগাঁ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের নন্দদুলাল বসু বলেন, “কংগ্রেস পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগ দিয়েছেন। শীঘ্রই নতুন প্রধান ঠিক করা হবে।” কেন সভায় অনুপস্থিত ছিল বামফ্রন্ট? সে বিষয়ে সিপিএম নেতা গোবিন্দ মণ্ডল বলেন, “নিউটনবাবুর সদস্যপদ খারিজের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। বিষয়টি বিচারাধীন।” যদিও মহকুমা শাসক বলেন, “আজকের সভা করা যাবে না, এমন কোনও নির্দেশ হাইকোর্ট দেয়নি।”

কিশোরীকে খুনের ঘটনায় ধৃত প্রেমিক
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ফারুক মণ্ডল বাদুড়িায়র বৈকারা গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিসের দাবি, জেরায় ফারুক স্বীকার করেছে যে সে তিলডাহা গ্রামের বাসিন্দা খাদিজা খাতুনকে খুন করেছে। সে আরও জানিয়েছে, তার সঙ্গে মেলমেশার জেরে খাদিজা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এর পর সে তাকে বিয়ে না করলে সকলকে সমস্ত কথা বলে দেওয়ার হুমকি দেয়। তাই বাধ্য হয়েই সে খাদিজাকে খুন করেছে। তবে পুলিশের অনুমান, এই খুনের ঘটনায় আর কয়েকজন জড়িত। তাই ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হলে মঙ্গলবার বসিরহাটের এসিজেএম তা মঞ্জুর করে ফারুকের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, রবিবার বিকেলে বাড়ি থেকে বেশ কিছু দূরে আড়বেলিয়া গ্রামে আমবাগানের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাদিজার দেহ উদ্ধার হয়।

রাস্তা অবরোধ
বাস ও ছোট গাড়ির কর্মীদের মধ্যে গণ্ডগোলে পথ অবরোধের জেরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বসিরহাটে লেবুখাল থেকে হাসনাবাদ পর্যন্ত যান চলাচল বন্ধের জেরে চরম দুর্ভোগে পড়লেন সুন্দরবন এলাকার মানুষজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় গাড়ি ও ছোট গাড়ি চলাচলকে কেন্দ্র করে গত এক মাসে এই নিয়ে পাঁচ বার অবরোধের ঘটনা ঘটল হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের মধ্যে ওই রাস্তায়। বাসমালিকদের অভিযোগ, রাজনৈতিক দলগুলির মদতে বেআইনি গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় তাঁদের বড় রকমের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। এ দিন অবশ্য পুলিশ বড় গাড়ি ও ছোট গাড়ির চালক-খালাসিদের সঙ্গে আলোচনা করে মীমাংসার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

ফোনে হুমকি, অভিযুক্ত কাউন্সিলর
টাকা নিয়ে বিবাদের জেরে এক ব্যবসায়ীকে ফোনে হুমকি ও পরে লোক পাঠিয়ে তাঁর বাড়িতে হামলার অভিযোগ উঠল বারাসত পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশে দায়ের করা অভিযোগে বারাসতের বাসিন্দা সঞ্জিত রায় নামে ওই ব্যবসায়ী জানান, টাকা নিয়ে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর ঝামেলা চলছিল। মঙ্গলবার সকালে তা নিয়ে অরুণ ভৌমিক নামে এক কাউন্সিলর তাঁকে ফোনে হুমকি দেন। এর কিছু পরেই অরুণবাবুর অনুগামীরা এসে বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁর স্ত্রী শেফালি রায়কে মারধর করলে তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ অস্বীকার করে অরুণবাবু বলেন, “ওই সমস্যা মেটাতে পুরসভা আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি ওই ব্যবসায়ীকে ফোন করেছিলাম ঠিকই, কিন্তু কাউকে মারার জন্য লোক পাঠানোর মানসিকতা বা সময় আমার নেই।”

স্কুলভোটে মিশ্র ফল
রবিবার গাইঘাটার সুটিয়া বারসাত পল্লী উন্নয়ন বিদ্যপীঠ স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হল তৃণমূল। আগেও এই স্কুলে তৃণমূলই ক্ষমতায় ছিল। তবে, হাবরার কামিনীকুমার গালর্স হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। এই স্কুলে আগে সিপিএম ক্ষমতায় ছিল।

মৃতদেহ উদ্ধার
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। মঙ্গলবার সকালে বনগাঁ-চাকদহ সড়কে একটি নিকাশিনালায় তাঁর দেহ পড়ে ছিল। স্থানীয় লোকেরা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.