টুকরো খবর
জনসংযোগের লক্ষ্যে পুলিশের ফুটবল প্রতিযোগিতা
পুলিশ-জনসাধারণ সুসম্পর্ক তৈরি করার লক্ষ্যে খেজুরি থানার পানখাই গ্রামে জেলা পুলিশের উদ্যোগে তিন দিন ব্যাপী সাস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা হল। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন এসডিপিও ইন্দ্রজিৎ বসু। অনুষ্ঠানে যেমন খুশি সাজো, নৃত্য, দড়ি টানাটানি ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জেলা পুলিশ দল টাইব্রেকারে ৫-৪ গোলে পানখাই স্পোর্টস অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। সোমবার বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বিধায়ক রণজিত মণ্ডল ও খেজুরি থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান উপস্থিত ছিলেন।

ভূতুড়ে বিদ্যুৎ-বিল
প্রায় ৮৬ লক্ষ টাকার বিদ্যুতের বিল এল গৃহস্থবাড়িতে। মাসে ৬০০-৭০০ টাকা বিদ্যুতের বিল আসাই যেখানে স্বাভাবিক সেখানে এই পরিমাণ টাকার বিল আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন ঘাটাল শহরের গড়প্রতাপনগরের কার্তিক মাঝির পরিবারের সদস্যরা। কার্তিকবাবুর ছেলে অরূপ মাঝি বলেন, “আচমকাই ওই বিল আসায় আমরা হতভম্ব। ছুটি থাকায় বিদ্যুৎ দফতরেও যোগাযোগ করতে পারিনি।” ঘাটালের বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার প্রদীপ্ত মণ্ডল বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। গ্রাহক অফিসে এলেই বিল ঠিক করে দেওয়া হবে।”

কার্যালয় ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল
সভা চলাকালীন সিপিএমের জোনাল অফিসের সামনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিপিএমের চন্দ্রকোনা-১ জোনাল অফিসে। অফিসের সামনে থাকা সিপিএম কর্মীদের মারধরের পাশাপাশি সাইকেল-মোটর সাইকেল ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সিপিএমের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সিপিএমের ওই কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি সভা চলছিল। সিপিএমের ওই জোনাল কমিটির সম্পাদক সুনীল চক্রবর্তী বলেন, “হঠাৎ তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী অফিসের বাইরে তাণ্ডব চালাতে শুরু করে। এর পর আমরা মূল লোহার গেটে তালা লাগিয়ে দিই। ফলে ওরা ঢুকতে পারেনি। কিন্তু বাইরে ছিলেন আমাদের চার জন কর্মী। তাঁদের ওরা মারধর করে।” যদিও তৃণমূলের ওই ব্লক সভাপতি চিত্ত পাল বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। আমাদের দলের নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার গোয়ালতোড়ের পিংবনির ভেদুয়া গ্রামের ঘটনা। মৃতার নাম কাজল লোহার (৪০)। দেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মৃতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বছর কুড়ি আগে বাঁকুড়ার সারেঙ্গার কাজল দেবীর সঙ্গে ভেদুয়ার শিবশঙ্কর লোহারের বিয়ে হয়। মৃতার দাদা ধনপতি লোহারের অভিযোগ, “কয়েক বছর ধরে বোনের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা।” এর ভিত্তিতেই স্বামী শিবশঙ্কর ও শাশুড়ি তিলোত্তমা লোহারকে পুলিশ ধরেছে। গোয়ালতোড় থানার আইসি হিরন্ময় হোড় বলেন, “তদন্ত চলছে”।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নেতাজীনগরের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম দিলীপ সামন্ত (৪০)। বাড়ি স্থানীয় সোয়াদিঘি গ্রামে। পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গাড়ির তলায় চাপা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত গাড়ির সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ সেজে তোলা, ধৃত ৪
পুলিশ সেজে তোলা তুলতে গিয়ে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ল চার যুবক। সোমবার রাতে কাঁথির পিছাবনী বাজারের ঘটনা। বেধড়ক মারের পর ব্যবসায়ীরা তাদের পুলিশের হাতে তুলে দেন। ধৃতরা হল গাড়িটির মালিক কাঁথির পদ্মপুকুরিয়া গ্রামের পবন প্রধান, গাড়ির চালক মারিশদর অরূপ মণ্ডল, কাঁথির বহলিয়া গ্রামের দুই যুবক বিমল জানা ও দীপক মহাপাত্র। গাড়িটিও আটক করেছে পুলিশ। স্থানীয়ও পুলিশ সূত্রে খবর, এ দিন মদ্যপ ওই চার যুবক গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে পিছাবনী বাজারে টাকা আদায় করতে যায়। ওই যুবকদের কথা অসংলগ্ন লাগায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের ঘিরে ধরে জেরা শুরু করেন। এরপরই বিষয়টি জানা যায়। পুলিশ এসে ওই যুবকদের গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দেন ।

মহিলা কংগ্রেসের দাবি
সোমবার দুরমুঠ অঞ্চল মহিলা কংগ্রেসের উদ্যোগে কাঁথি ৩ ব্লকের দুরমুঠ দেশপ্রাণ কলেজ মাঠে এক সভা হল। বক্তব্য রাখেন, মহিলা কংগ্রেস নেত্রী রীনা দাস, তৃষিতা রানা, মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, উত্তম বারিক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কনিষ্ক পণ্ডা। সভাপতিত্ব করেন অঞ্চল মহিলা কংগ্রেস সভাপতি কৃষ্ণা মাইতি।

চিত্র-ভাস্কর্য প্রশিক্ষণ
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনে মন্ত্রী। ছবি: দেবরাজ ঘোষ।
তথ্য-সংস্কৃতি দফতরের অধীন রাজ্য চারুকলা পর্ষদের উদ্যোগে মঙ্গলবার ঝাড়গ্রাম রাজবাড়িতে শুরু হল চার দিনের ‘চিত্র ও ভাস্কর্য আবাসিক প্রশিক্ষণ শিবির’। এ দিন ছবি এঁকে শিবিরের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। ঝাড়গ্রাম মহকুমা তথ্য-সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানান, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার ৪০ জন শিক্ষার্থীকে শুক্রবার পর্যন্ত কর্মশালায় প্রশিক্ষণ দেবেন কলকাতার বিশিষ্ট শিল্পী ও ভাস্করেরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.