|
|
|
|
ছিনতাই লরি উদ্ধার, ধৃত পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
হলদিয়া থেকে কলকাতায় যাওয়ার পথে ছিনতাই হওয়া একটি মালবোঝাই লরি উদ্ধার করল পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার একটি কারখানা থেকে ডিটারজেন্ট বোঝাই লরিটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল। পথে একদল দুষ্কৃতী প্রথমে একটি ট্যাক্সি ছিনতাই করে, পরে ওই লরির পিছু নেয়। নন্দকুমারের কাছে ওই দুষ্কৃতীরা অন্য একটি লরিও ছিনতাই করে। তারপর আবার এই মালবোঝাই লরিটিকে ধাওয়া করে। দুষ্কৃতীদের একাংশ ছিনতাই করা ট্যাক্সির চালককে পিছনে বসিয়ে রেখে নিজেরাই গাড়ি চালাচ্ছিল। এরপরে দুষ্কৃতীদের কয়েকজন ছিনতাই করা অন্য লরিটি দিয়ে তমলুকের রাধামনির কাছে রাস্তা আটকে মালবোঝাই লরিটি ছিনতাই করে। পরে পাঁশকুড়া-ঘাটাল রাস্তায় খুকুড়দহের কাছে লরিতে থাকা ট্যক্সিচালককে বেঁধে রেখে পালিয়ে যায়। রাতে পাঁশকুড়া থানার পুলিশ টহল দেওয়ার সময় ওই চালকের চিৎকার শুনে তাকে উদ্ধার করে। তাঁর কাছ থেকেই মালবোঝাই লরি ছিনতাইয়ের কথা জানতে পেরে তল্লাশি শুরু করে। শুক্রবার রাতে দুষ্কৃতীরা যখন মালবোঝাই লরিটি খড়্গপুর থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিল তখন তমলুক থানার পুলিশ কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়ক থেকে লরিটি আটক করে। লরিতে থাকা পাঁচ দুষ্কৃতীকেও গ্রেফতার করে। কলকাতার গড়িয়াহাট থেকে ট্যক্সিও উদ্ধার করে তমলুক থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃত দুষ্কৃতীদের মধ্যে দু’জন হলদিয়ার, দু’জন চন্ডীপুরের ও একজন খড়্গপুরের। এদের মধ্যে হলদিয়ার শেখ ইসমাইল ওই ছিনতাই চক্রের মূল পাণ্ডা। শনিবার ধৃতদের তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেন। |
|
|
|
|
|