|
|
|
|
পুজোর ফ্রেম |
রঘুনাথপুর অফিসার্স ক্লাব |
|
ঠিকানা: ঝাড়গ্রামের অফিসার্স ক্লাবের মাঠ।
বয়স: ৬৩তম বর্ষ।
ভিড় টানতে: কন্যাকুমারীর বিবেকানন্দ রক-এর মন্দিরের আদলে ৫০ ফুট উঁচু মণ্ডপ। মৃন্ময়ী প্রতিমার অঙ্গসজ্জা ঝিনুক দিয়ে। মহাষষ্ঠীতে উদ্বোধন করবেন রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী আত্মবোধানন্দ।
খরচাপাতি: প্রায় ৪ লক্ষ টাকা বাজেট।
|
কোমর বেঁধে: ঝাড়গ্রাম রাজ এস্টেটের কর্মীরা এই পুজো শুরু করেছিলেন। এখন অবশ্য আক্ষরিক অর্থেই সর্বজনীন। প্রতি বার নতুন কিছু করার চেষ্টা করি। স্বামী বিবেকানন্দের জন্ম-সার্ধশতবর্ষে উৎসর্গ এ বারের থিম ।
সমীর মল্লিক,
পুজো কমিটির সম্পাদক
|
নবীন চোখে: পুজোর দিনগুলোয় পাড়া ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। পাড়ার এই পুজো আমাদের খুব গর্বের। আশপাশ থেকে অনেকে আসেন মণ্ডপে। কার্যত মিলনমেলায় পরিণত হয় মণ্ডপ প্রাঙ্গণ।
অরিজিতা দাস,
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
|
প্রবীণ চোখে: সেই যখন নতুন বউ হয়ে এই পাড়ায় এসেছিলাম, তখন থেকেই এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছি। মণ্ডপের রুচিশীল পরিবেশ আমার খুব প্রিয়। পাঁচ দিনই মণ্ডপে কেটে যায়।
মুনমুন বসু, গৃহশিক্ষিকা |
|
|
|
|
|
|