|
|
|
|
পুজোর ফ্রেম |
সাউথ ডেভেলপমেন্ট সর্বজনীন |
|
ঠিকানা: খড়্গপুরের সাউথ ডেভেলপমেন্ট।
বয়স: ৪৮তম বর্ষ।
ভিড় টানতে: কোনারকের সূর্য মন্দিরের অনুকরণে মণ্ডপ। থার্মোকল, প্লাস্টার অফ প্যারিস দিয়ে কারিকুরি। প্রতিমা দেখে মনে হবে পাথর খোদাই করে তৈরি। অনুষ্ঠান, বস্ত্র বিলির আয়োজন রয়েছে।
খরচাপাতি: প্রায় ২০ লক্ষ টাকা বাজেট।
|
কোমর বেঁধে:এই সময় পরিবেশটাই বদলে যায়। প্রচুর দর্শনার্থী আসেন পুজো দেখতে। পুজোর ভাবনায় নতুনত্ব আনার চেষ্টা করি প্রতি বার। আশা করি এ বারও ভাল লাগবে। পরিবেশ সজ্জায় গুরুত্ব দিয়েছি আমরা।
শ্যামল মণ্ডল,
পুজো উদ্যোক্তা
|
নবীন চোখে: মণ্ডপের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ বার সেখানে ওড়িশি নৃত্য পরিবেশন করব। পুজোর ক’টা দিন অধিকাংশ সময়ই মণ্ডপে কাটে। বান্ধবীদের নিয়ে অন্য পুজো দেখতেও বেরোই। খুব মজা হয়।
সুদীপ্তা জানা,
স্কুল ছাত্রী
|
প্রবীণ চোখে: যত দিন যাচ্ছে, পুজোর জৌলুস ততই বাড়ছে। এখন আড়ম্বর অনেক বেশি। আশপাশ থেকে প্রচুর মানুষজন আসেন। উৎসব ঘিরে সকলের একাত্ম হয়ে ওঠাসকলে মিলে কাজ করাটাই আনন্দের।
বীজনাথ গোপ,
ব্যবসায়ী |
|
|
|
|
|
|