ক্যানসার-যুদ্ধে জয়ী যুবরাজের প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে সিংহ-বিক্রম প্রত্যাবর্তন সত্ত্বেও দলীপ ট্রফিতে তাঁর দল উত্তরাঞ্চলের ফাইনালে ওঠা আচম্বিত অনিশ্চিত হয়ে পড়েছে। অন্য সেমিফাইনালে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ‘লিড’ নিয়ে ভাল জায়গায় চলে যাওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের জেরে আবার অস্বস্তিতে। দু’টো ম্যাচেরই বুধবার শেষ দিন।
বিশাখাপত্তনমে প্রথমে সৌরভ তিওয়ারির চমৎকার সেঞ্চুরি (১৪৫) এবং পরে দলের বোলারদের ভাল পারফরম্যান্সে পূর্বাঞ্চল (২৬৭) গত দিন ভাল ভাবেই ভেসে ছিল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। এ দিন বিপক্ষকে ১৩৪-৫ থেকে ২৪৪ রানে অলআউট করে প্রথম ইনিংসে অতি প্রয়োজনীয় ৩৩ রানে এগিয়ে থেকেও দিনের শেষে পূর্বাঞ্চলের ফাইনালে ওঠা নিশ্চিত দেখাচ্ছে না। কারণ আজ অশোক দিন্দা (২-৮৫) ও ইরেশ সাক্সেনা (৩-৩৭)বাংলার পেস-স্পিন জুটির দাপুটে বোলিংয়ের পরেও দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ১২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে সব মিলিয়ে মাত্র ১৫২ রানে এগিয়ে রয়েছে। সৌরভ ০।
এ দিকে হায়দরাবাদে গত দু’দিনে যুবরাজ সিংহের ডাবল সেঞ্চুরির দাপটে উত্তরাঞ্চল ৪৫১ তোলার পরে মধ্যাঞ্চল আজ অবিচ্ছেদ্য শেষ উইকেটে ১০০ রান যোগ করে অবিশ্বাস্য উঠে দাঁড়িয়ে কার্যত ম্যাচ জেতানো প্রথম ইনিংস ‘লিড’ নেওয়ার রীতিমতো সম্ভাবনা তৈরি করেছে। ৩৪২-৯ হয়ে যাওয়ার পরে আট নম্বর ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমারের অপরাজিত সেঞ্চুরি (১২০ ব্যাটিং) এবং রীতুরাজ সিংহের নট আউট ২১ রানের সুবাদে মধ্যাঞ্চল আপাতত ৪৪২-৯। কাল ম্যাচের শেষ দিন আর ১০ রান করলেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘লিড’ পেয়ে যাবে। আজ ৪ ওভার বল করা (০-১০) যুবরাজের দলের পক্ষে আরও বিপজ্জনক, ক্রিজে সেঞ্চুরিকারী ভুবনেশ্বর আছেন। |