মানো মেনেজেসের ব্রাজিল ফের গোলের ফোয়ারা ছোটাল। পোল্যান্ডে তাদের প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে জিতল ৪-০। ফের নায়ক নেইমার। প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন কাকা। দু’টি গোলের পিছনে অবদান রাখলেন অস্কার।
ব্রাজিল যে দিন জিকোর ইরাককে ৬ গোল দিয়েছিল সেই গত শুক্রবারই ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল জাপান। অনেকেই দেখতে চেয়েছিলেন ব্রাজিলের বিরুদ্ধে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া জাপান কী রকম খেলে। কিন্তু কাগাওয়া-হন্ডাদের বিরুদ্ধে সেলেকাওরা খেললেন এতটাই দাপটের সঙ্গে যে কোনও প্রতিরোধই তৈরি করতে পারল না জাপান। প্রথম থেকেই কাকা-নেইমার-অস্কারদের স্কিলে কেঁপে যায় জাপানি রক্ষণ। |
নেইমারের পেনাল্টি-গোল। উচ্ছ্বাস কাকার। ছবি: রয়টার্স |
প্রথম গোল এল ১২ মিনিটেই। অস্কার বল ধরে এগিয়ে বক্সের কাছাকাছি গিয়ে পাস দেন পাউলিনহোকে। নিজের ছ’নম্বর আন্তর্জাতিক ম্যাচে ২৫ গজের শটে দুরন্ত গোল করেন করিন্থিয়ান্সের এই ফুটবলার। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন পাউলিনহো। গত মাসে আর্জেন্তিনার বিরুদ্ধে ২-১ জয়েও তাঁর গোল ছিল।
কিছু পরে কাকাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। বিরতির পর নিজের দু’নম্বর গোল করেন ব্রাজিলের ক্লাব সান্তোসের ফরোয়ার্ড। এ ক্ষেত্রে বল এসেছিল অস্কারের কর্নার থেকে। ম্যাচ শেষ হওয়ার মিনিট ১৫ আগে ৪-০ করেন কাকা। বাঁ পায়ের চমৎকার প্লেসিংয়ে। |