প্রণবের সঙ্গে বৈঠক সনিয়া-মনমোহনের
কেন্দ্রে রদবদলের জল্পনায় উৎকণ্ঠা প্রদেশ কংগ্রেসে
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে দীর্ঘলালিত জল্পনায় অক্সিজেন জোগাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বৈঠক। শুধু মনমোহন সিংহ নয়, রাইসিনা হিলসে গিয়ে আজ প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও। আগামিকাল দেখা করতে পারেন রাহুল। ফলে জল্পনা আরও গভীর হয়েছে।
মন্ত্রিসভায় রদবদলের দিকে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রয়েছে প্রদেশ কংগ্রেস। প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার এবং তৃণমূল সমর্থন প্রত্যাহারের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে কেউ নেই।
কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হচ্ছে, গোড়ায় স্থির ছিল পশ্চিমবঙ্গ থেকে এক জন বা দু’জনকে প্রতিমন্ত্রী করা হবে। কিন্তু এখন কাউকে পূর্ণমন্ত্রী করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। রাজ্য থেকে যাঁরা মন্ত্রী হতে পারেন বলে কংগ্রেস মহলে আলোচনা চলছে তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও সংখ্যালঘু নেতা আবু নাসের খান চৌধুরী। প্রদীপবাবু মন্ত্রী হলে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হতে পারে।
তবে রাজ্য কংগ্রেসের অনেকের মতে, সেই রকম পরিস্থিতিতে সদ্য প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়াকে ফের প্রদেশ সভাপতি করাই ভাল হবে। কারণ, অধীর সভাপতি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এমন স্তরে নিয়ে যাবেন যে, ভবিষ্যতে সমঝোতা করা মুশকিল হবে।
প্রদেশ কংগ্রেসের এই অংশ অধীরকে কেন্দ্রে মন্ত্রী করার পক্ষপাতী। কংগ্রেস শীর্ষ সূত্রেও বলা হচ্ছে, অধীরের জন্য দু’টি সম্ভাবনাই বিদ্যমান। সে কথা তাঁকে জানিয়েও দেওয়া হয়েছে। অধীর এখন দিল্লিতেই রয়েছেন। প্রদীপ ভট্টাচার্যও কাল দিল্লিতে আসছেন।
কিন্তু প্রশ্ন হল, রদবদল হলে তা ঠিক কবে হবে? কংগ্রেস শিবিরের জল্পনা, দেবীপক্ষে যে কোনও মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। ষষ্ঠীর দিন, অর্থাৎ ২০ তারিখ রাষ্ট্রপতি গ্রামের বাড়ির পুজোয় যাচ্ছেন। ১৮ তারিখ ম্যাঙ্গালোর যাচ্ছেন সনিয়া। ফলে পুজোর আগে রদবদল হলে সেটা ১৯ তারিখ করতে হবে। আর সে দিন না হলে রদবদল হবে ২৫ অক্টোবর পুজোর পাট চোকার পরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.